Tuesday, March 25, 2025
দেশ

‘‘জন-গণ-মন” বাজাল মার্কিন সেনা, দেখুন ভাইরাল ভিডিও

নয়াদিল্লি: ‘যুদ্ধ অভ্যাস ২০১৯’-এর সমাপ্তির দিনে ‘‘জন-গণ-মন” বাজাল মার্কিন সেনার ব্যান্ড। বুধবার ভারত-মার্কিন সেনার যৌথ প্রদর্শনের সময় শোনা গেল ভারতের জাতীয় সঙ্গীতের সুর। ‘যুদ্ধ অভ্যাস’ এবার ১৫ বছরে পা রাখলো। ভারত ও মার্কিন সেনার যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠান একবার ভারত ও একবার আমেরিকায় হয়।

সংবাদ সংস্থা ANI-এর শেয়ার করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, মার্কিন সেনারা ভারতের জাতীয় সঙ্গীতের সুর বাজাচ্ছেন ট্রাম্পেটে। ‘যুদ্ধ অভ্যাস ২০১৯’-এর শেষের দিনে ওয়াশিংটন ডিসির জয়েন্ট বেস লুইস ম্যাককর্ডে এই দৃশ্য দেখা গিয়েছে। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন সেনা ও স্টাফ সার্জেন্ট রণবীর কউর ৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া জয়েন্ট বেস লুইস ম্যাককর্ডে যোগ দিয়েছিলেন।


মার্কিন সেনায় যোগ দেওয়া প্রথম শিখ মহিলা কউর বলেন, আমি ভারতে জন্মেছি। কিন্তু ১৯৯৩ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রেই বড় হয়েছি। ২০০৩ সাল থেকে আমি মার্কিন সেনাবাহিনীতে আছি। এই মুহূর্তে আমি ‘যুদ্ধ অভ্যাস ২০১৯’-এর অনুষ্ঠানে আছি এবং ভারতীয়দের সঙ্গে কাজ করার দারুণ অভিজ্ঞতা ল‌াভ করেছি। সব থেকে ভালো ব্যাপার হলো ভারতীয় মহিলা সেনা অফিসাররাও এতে অংশগ্রহণ করেন। দু’পক্ষের মধ্যে ভাবের দারুণ আদানপ্রদান হল। আমি ওঁদের থেকে অনেক কিছু শিখেছি এবং আগামী দিনে ওঁদের সঙ্গে আবারও কাজ করবার জন্য অপেক্ষা করব।

আন্তর্জাতিক সন্ত্রাসবাদের মোকাবিলার জন্য দু’দেশের সেনার এই যৌথ অনুশীলনের আয়োজন। এর আগে গত রবিবার একটি ভিডিওতে দেখা গিয়েছিল, মার্কিন সেনারা অসম রেজিমেন্টের কুচকাওয়াজের গান ‘’বদলুরাম কা বদন জমিন কে নীচে হ্যায়” গাইছে ভারতীয় সেনাদের সঙ্গে। ভিডিওটি টুইটারে শেয়ার করেছিল ভারতীয় আর্মি। দু’দেশের সেনারা ওই গানের সঙ্গে নাচের ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।