Wednesday, November 19, 2025
দেশ

বাংলার পুলিশের শিখ যুবকের পাগড়ি খুলে নেওয়ার ঘটনায় স্তম্ভিত পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং

অমৃতসর: বিজেপির নবান্ন অভিযানে শিখ সম্প্রদায়ের এক যুবকের পাগড়ি টেনে-হিঁচড়ে খুলে দেয় পুলিশ। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, ওই শিখ যুবক বলবিন্দর সিংকে রাস্তায় ফেলে মারছে পুলিশ। যা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। ওই যুবকের কাছ থেকেই আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছিল।

বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডের ব্যক্তিগত দেহরক্ষী বলবিন্দর সিং তাঁর আগ্নেয়াস্ত্রটি লাইসেন্সপ্রাপ্ত বলে দাবি করেছেন। বলবিন্দরের পাগড়ি টেনে-হিঁচড়ে খুলে দেওয়ায় সংশ্লিষ্ট পুলিশ কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। এই ঘটনাকে সমগ্র শিখ জাতির অপমান করা হয়েছে বলে মন্তব্য করে মামলা দায়ের করার দাবি জানিয়েছে শিখ সম্প্রদায়ের একাংশ।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। এই ঘটনায় হয়েছেন ‘স্তম্ভিত’ তিনি। তিনি বলেছেন, এটা ঠিক হয়নি। পশ্চিমবঙ্গ পুলিশের হাতে এক শিখ যুবকের গ্রেফতারির সময় তাঁর পাগড়ি খুলে ফেলা হয়েছে। ওই যুবকের মানহানির ঘটনায় স্তম্ভিত। এই কাণ্ড যিনি ঘটিয়েছেন সেই পুলিশকর্মী শিখ সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করেছে। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বাংলার মুখ্যমন্ত্রীকে আবেদন জানাচ্ছি।

ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন শিরোমণি অকালি দল নেতা সুখবীর সিং বাদল এবং ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন স্পিনার হরভজন সিংও। টুইটে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়, এটা কিন্তু ঠিক নয়। বিষয়টি দেখুন।