৭২ বছর ধরে কাশ্মীর নিয়ে পাকিস্তানের মানুষকে ভুল বোঝাচ্ছে পাক সরকার: আলতাফ হুসেন
লন্ডন: কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকেই পাকিস্তান ও ভারতের মধ্যে সম্পর্ক কার্যত তলানিতে এসে ঠেকেছে। সম্প্রতি কাশ্মীরের মানুষের পাশে থাকার বার্তা দিয়ে পাকিস্তান জুড়ে ‘কাশ্মীর আওয়ার’ কর্মসূচি পালিত হয়। আর পাক প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকে পাকিস্তানে যখন ‘কাশ্মীর আওয়ার’ কর্মসূচি পালিত হচ্ছে, তখন লন্ডন থেকে পাকিস্তানের মুত্তেহেদা কাওয়ামি মুভমেন্ট পার্টির নেতার কণ্ঠে ভেসে এলো ‘সারে জাহাঁ সে আচ্ছা..’। যা নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া।
লন্ডনে দলের এক সভা থেকে আলতাফ হুসেন বলেন, গত ৭২ বছর ধরে কাশ্মীর নিয়ে পাকিস্তানের মানুষকে ভুল বোঝাচ্ছে পাক সরকার ও সেনা। ৩৭০ ধারা বাতিল ভারতের নিজস্ব বিষয়। এনিয়ে ইসলামাবাদের নাক গলানো একেবারই উচিত নয়। তাঁর মতে, ভারতের নাগরিকদের বিপুল জনসমর্থন নিয়েই ভারত সরকার কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করেছে।
#WATCH London: Founder of Pakistan’s Muttahida Qaumi Movement (MQM) party, Altaf Hussain sings ‘Saare jahan se acha Hindustan hamara.’ pic.twitter.com/4IQKYnJjfB
— ANI (@ANI) August 31, 2019
তিনি আরও বলেন, স্বাধীনতার পর কাশ্মীরে হামলা চালায় পাকিস্তান। এর জন্য ব্যবহার করা হয় উপজাতিদের। এরপরই কাশ্মীরের মহারাজা ভারত সরকারের কাছে সাহায্য চেয়েছিলেন এবং এটি ভারতের অঙ্গরাজ্য হয়। কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে ৪ যুদ্ধে লড়েছে পাকিস্তান। তবে চারবারই লজ্জার হার হেরেছে। পাশাপাশি তিনি জানান, পাকিস্তান জিহাদিদের বেশে উগ্রপন্থী, সমাজবিরোধীদের এখন ভারতের অনুপ্রবেশ করাচ্ছে।
পাশাপাশি পাকিস্তান সরকারের নৃশংস সংখ্যালঘু নির্যাতনের কথাও তুলে ধরেছেন আলতাফ হুসেন। তিনি বলেন, পাকিস্তানে মুহাজির, বালোচ, পশ্তুন, সিন্ধি, হাজারা, গিলগিটিজদের ওপরে নির্মম অত্যাচার চালাচ্ছে পাক সেনা। তার পরেও এখন কাশ্মীরে ভারতের অত্যাচারের কথা বলছে পাক সরকার।
আলতাফ হুসেন আরও বলেন, ভারত-পাকিস্তান একসঙ্গে স্বাধীন হয়েছিল। ভারত এখন প্রযুক্তিতে এগিয়ে গিয়েছে। ভারতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চলছে। আর পাকিস্তানে কোনও গণতন্ত্র নেই। চলে সেনা শাসন। দেশের সব প্রতিষ্ঠান চলে সেনার আঙুলের ইশারায়।