ভোটের মুখে দুই বিধায়ককে সঙ্গে নিয়ে কংগ্রেস ছাড়লেন অল্পেশ ঠাকোর
গান্ধীনগর: রাত পোহালেই প্রথম দফার লোকসভা নির্বাচন। আর তার আগেই বড়সড় ধাক্কা খেল কংগ্রেস। গুজরাটে কংগ্রেস ছেড়ে বেরিয়ে এলেন রাজ্যের ত্রি-মূর্তি। অল্পেশ ঠাকোর, জিগনেশ মেওয়ানি এবং হার্দিক প্যাটেল। এর তিনজনই গুজরাটের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের হয়ে সরকার বিরোধী কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন।
২০১৭ সালে গুজরাটে নির্বাচনের সময় কংগ্রেস দলে যোগ দিয়েছিলেন প্রভাবশালী কংগ্রেস নেতা অল্পেশ। বুধবার বিকালে কংগ্রেসের সঙ্গে থাকা প্রায় দু’বছরের যাত্রা শেষ করলেন তিনি। বুধবার রাতে গুজরাটের কংগ্রেস প্রধান অমিত চাবড়াকে চিঠি লিখে দলত্যাগের কথা জানিয়ে দেন। দলত্যাগের বিষয়ে তিনি বলেন, যে দলে আমি অবহেলিত হচ্ছি। সেই দলের সঙ্গে সম্পর্ক রাখার কোনও প্রশ্নই নেই।
Gujarat: Along with MLA Alpesh Thakor, MLA Dhavalsinh Thakor and MLA Bharatji Thakor have also resigned from Congress pic.twitter.com/l8eUmNoNF7
— ANI (@ANI) 10 April 2019
এর পর কী? এই উত্তর অবশ্য এখনও খোলসা করতে চাননি অল্পেশরা। তবে গুজরাটের রাজনীতির হালহকিকৎ নিয়ে যাঁরা খবর রাখেন, তাঁদের বক্তব্য যে অল্পেশরা এবার মোদীর হাত শক্ত করবেন। শিগগিরই যোগ দেবেন বিজেপিতে।