Thursday, December 5, 2024
রাজ্য​

চন্দ্রকোনায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ১১০০ নেতা-কর্মী

চন্দ্রকোনা: ফের বড়সড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। প্রচুর তৃণমূল সমর্থক যোগ দিলেন বিজেপিতে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় তৃণমূল ছেড়ে প্রায় ১১০০ জন সদস্য বিজেপিতে যোগ দিলেন। শনিবার কার্যালয়ে গিয়ে তাঁরা গেরুয়া পতাকা হাতে তুলে নেন। তাঁদের হাতে পতাকা তুলে দেন বিজেপির জেলা সভাপতি সমিত দাস। এই বিপুল সংখ্যক নেতা-কর্মীর দলত্যাগ তৃণমূল বড় ধাক্কা খেল বলে মনে করা হচ্ছে।

কড়সার তৃণমূল বুথ সভাপতি লক্ষ্মীকান্ত কুশারী আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে যোগদানের পরে দলত্যাগ প্রসঙ্গে বলেন, আমরা প্রথম থেকে তৃণমূল করছি। এখন নতুন করে অনেকে দলে নাম লেখাচ্ছে। ওরাই আমাদের মারধর করছে, তোলা তুলছে। যা মানা যায় না।

দলত্যাগী এক কর্মী বলেন, তৃণমূল এখন দুর্নীতিগ্রস্ত পার্টি হয়ে যাচ্ছে। কর্মীদের একটাই কাজ, শুধু মদ খাওয়া আর অত্যাচার করা। তাই, আমরা পদ্ম শিবিরে যোগদান করলাম। তিনি আরও বলেন, বিজেপি কারও ব্যক্তিগত নয়। এটা দেশের পার্টি।

বিজেপির জেলা সভাপতি সমিত দাস বলেন, মানুষ তৃণমূলের অত্যাচারে আর থাকতে চাইছে না। তাই একে একে সবাই এখন বিজেপিতে যোগ দিতে চাইছে। আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, পশ্চিমবঙ্গে গণতন্ত্র ফিরিয়ে আনতে দলে দলে গেরুয়া শিবিরে যোগদান করুন।