Thursday, June 19, 2025
Latestদেশ

গোটা দেশেই লাগু করতে হবে সংশোধিত নাগরিকত্ব আইন, সাফ জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

নয়াদিল্লি: সংশোধিত নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে এখনও উত্তাল দেশ। এরই মাঝে সোমবার কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল স্পষ্ট করে জানিয়ে দিলেন, সংসদে পাশ হওয়া সংশোধিত নাগরিকত্ব আইন দেশের সব রাজ্যগুলিতে প্রয়োগ করতে হবে।

কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বলেন, সংবিধান অনুযায়ী দেশের সব রাজ্যগুলিকে নয়া নাগরিকত্ব আইন (সিএএ) প্রয়োগ করতে হবে। কারণ এই আইন সংসদের দুই ভবন এবং রাষ্ট্রপতির সম্মতি পেয়েছে।

সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে কেন্দ্র সরকারের অবস্থান স্পষ্ট করে সাংবাদিক সন্মেলনে তিনি বলেন, সংবিধান অনুযায়ী দেশের প্রতিটি রাজ্যে সিএএ লাগু করতে হবে। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-ধর্মীয় সংগঠনের বৈঠকের একদিন পরই এই বক্তব্য পেশ করলেন অর্জুন রাম মেঘওয়াল।

কেরল, পশ্চিমবঙ্গসহ কয়েকটি অবিজেপি শাসিত রাজ্য সরকার এই আইনটি প্রয়োগ না করার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে প্রশ্নের জবাবে অর্জুন রাম মেঘওয়াল বলেন, যদি কোনও রাজ্য সরকার বলে যে এটি প্রয়োগ করে না, তবে তা হবে না। সংবিধান অনুসারে, এটি পশ্চিমবঙ্গ সরকার, কেরল, রাজস্থান বা মধ্যপ্রদেশ সরকার সহ দেশের প্রতিটি রাজ্যেকে সিএএ লাগু করতে হবে। এটি জাতীয় স্বার্থের জন্য।

প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার আগেই জানিয়েছছে, অসম, মেঘালয়, মিজোরাম ও ত্রিপুরার জনজাতি অধ্যুষিত এলাকায় এই আইন কার্যকর হচ্ছে না। এছাড়া বাদ দেওয়া হয়েছে ইনার লাইন পারমিট ভুক্ত অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড ও মিজোরামকে। বাদ দেওয়া হয়েছে মণিপুরকেও।