Wednesday, January 22, 2025
দেশ

নতুন বছর উদযাপন বন্ধের ফতোয়া জারি অল ইন্ডিয়া মুসলিম জামাতের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: সর্বভারতীয় ইসলাম সমাজের পক্ষ থেকে মুসলিমদের জন্য নতুন বছরের উদযাপন বন্ধের ফতোয়া জারি করা হয়েছে। অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মৌলানা সাহাবুদ্দিন রাজভি বরেলভি এই ফতোয়া জারি করে দাবি করেন, খ্রিস্ট ধর্মের অনুসরণকারীদের উৎসবে মেতে ওঠা মুসলিমদের জন্য গর্বের বিষয় নয়। বরং নিজেদের ধর্মীয় রীতি-নীতি মেনে চলাই প্রকৃত ধর্মপালন।

মৌলানা সাহাবুদ্দিনের মন্তব্য

এক ফতোয়া জারি করে মৌলানা সাহাবুদ্দিন বলেন, “নতুন বছর উদযাপন মুসলিম ভাই-বোনেদের জন্য গর্বের বিষয় নয়। এটি মূলত খ্রিস্টান ধর্মাবলম্বীদের উৎসব। ভিন্ন ধর্মের রীতিতে অংশগ্রহণ না করে নিজেদের ধর্মীয় রীতি পালন করাই সঠিক পথ।”

কে এই মৌলানা সাহাবুদ্দিন?

মৌলানা সাহাবুদ্দিন বরেলভি অল ইন্ডিয়া মুসলিম জামাতের সর্বভারতীয় সভাপতি। তিনি পাসমান্দা বা পিছিয়ে পড়া মুসলিম সম্প্রদায়ের উন্নয়নে কাজ করেন। তবে তার মন্তব্য ও সিদ্ধান্ত প্রায়শই বিতর্ক তৈরি করে। এর আগে তিনি সলমন রুশদির বই “দ্যা স্যাটানিক ভার্সেস” নিষিদ্ধ করার পক্ষে সওয়াল করেন। তিনি বলেন, “এই বইটি সমাজ ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এবং এটি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা উচিত।”

সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া

মৌলানার নতুন বছরের উদযাপন বন্ধ করার আহ্বান নেটিজেনদের একাংশের মধ্যে বিরক্তি সৃষ্টি করেছে। অনেকেই তার এই ফতোয়াকে ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ হিসেবে দেখছেন। এর আগে সমাজমাধ্যমে তার একাধিক মন্তব্য বিরোধিতার মুখে পড়েছিল।

তুমুল বিতর্ক 

নতুন বছরের উদযাপন নিয়ে মৌলানা সাহাবুদ্দিনের মন্তব্য শুধু মুসলিম সমাজেই নয়, সমগ্র সমাজেই আলোচনার জন্ম দিয়েছে।