প্রথমে নাগরিকত্ব বিল আনব, তারপরে এনআরসি, সমস্ত হিন্দুকে নাগরিকত্ব দেবই: দিলীপ
কলকাতা: বাংলায় প্রথমে নাগরিকত্ব সংশোধনী বিল বাস্তবায়িত করব, তারপর এনআরসি চালু করা হবে। রাজনৈতিক ফায়দা তুলতে তৃণমূল এনআরসি নিয়ে অযথা আতঙ্কের পরিবেশ তৈরি করছে। তবে বাংলায় এনআরসি আটকানোর ক্ষমতা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল সরকারকে এমন ভাবেই হুঁশিয়ারি দিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।
দিলীপ ঘোষ বলেন, এনআরসি হলে কোনও হিন্দুকে দেশ থেকে কোথাও যেতে হবে না। আমরা নাগরিকত্ব বিল আনবই। সমস্ত হিন্দুকে নাগরিকত্ব দেব। আজ পর্যন্ত যে কাজ কেউ করতে পারেনি, সেই কাজ আমরা করবই।
যত দিন গড়াচ্ছে, এনআরসি ইস্যুকে হাতিয়ার করে ততই উত্তপ্ত হয়ে উঠছে বঙ্গ রাজনীতি। রাজনৈতিক মহলের একাংশ বলে মনে করছে, সম্প্রতি অসমে প্রকাশিত এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশের পর বিজেপিকে বিঁধতে তৃণমূলের কাছে এখন অন্যতম প্রধান অস্ত্র ‘এনআরসি’।
দিলীপ ঘোষ পাল্টা হুঁশিয়ারি, তৃণমূল এনআরসি ইস্যুতে গুজব ছড়িয়ে, মানুষকে ভয় দেখিয়ে বাংলায় এনআরসি আটকাতে পারবে না। যেমন করে জিএসটি, তিন তালাক বিল কার্যকর হয়েছে, ঠিক তেমনি করেই বাংলায় এনআরসি হবে। তবে নিয়ে হিন্দুদের ভয়ের কোনও কারণ নেই। রাজ্যে এনআরসি কার্যকর করা হলে কোনও হিন্দুকেই দেশ থেকে কোথাও যেতে হবে না। আমরা নাগরিকত্ব বিলের সংশোধনী আনবই। সমস্ত হিন্দুকে নাগরিকত্ব দেব।