Monday, June 16, 2025
FEATUREDদেশ

ভারতে বসবাসরত হিন্দু শরণার্থীদের বিনা কাগজপত্রেই নাগরিকত্ব দেওয়া হবে: অমিত শাহ

নয়াদিল্লি: বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ভারতে বসবাসরত হিন্দু উদ্বাস্তু ও শরণার্থীদের বিনা কাগজপত্রেই নাগরিকত্ব দেওয়া হবে। শুধুমাত্র একটি ‘স্ব ঘোষণাপত্রে’ বলতে হবে তাঁরা কবে এসেছেন। তবে এর জন্য তাঁদের কোনও প্রমাণপত্র বা নথি দিতে হবে না।

বনগাঁ লোকসভার বিজেপি সাংসদ তথা মতুয়া মহাসংঘের সংঘাতিপতি শান্তনু ঠাকুর মতুয়া সম্প্রদায়ের একটি প্রতিনিধিদলকে নিয়ে দিল্লিতে অমিত শাহর সঙ্গে দেখা করেন। সেখানে শান্তনু ঠাকুর উদ্বাস্তু ও শরণার্থীদের নাগরিকত্বের বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হবে, তা অমিত শাহর কাছে জানতে চান।

জবাবে অমিত শাহ বলেন, উদ্বাস্তু এবং হিন্দু শরণার্থীদের ভয়ের কোনও কারণ নেই। এনআরসিতে কোনও নথি জমা দিতে হবে না তাঁদের। শুধু দিতে হবে একটি ‘স্ব ঘোষণাপত্র’। সেখানেই লিখতে হবে, কবে তাঁরা ভারতে এসেছেন। এই আবেদন পাওয়ার পরই ওই সব উদ্বাস্তু এবং শরণার্থীদের দেওয়া হবে ভারতের নাগরিকত্ব। আর এই লক্ষ্যে শীতকালীন অধিবেশনে আনা হচ্ছে নাগরিকত্ব সংশোধনী বিল।

অমিত শাহের সঙ্গে সাক্ষাৎকারের পর মঙ্গলবার কলকাতায় ফিরে সাংবাদিকদের এ কথা বলেছেন শান্তনু ঠাকুর। শান্তনু ঠাকুর বলেন, মতুয়া মহাসংঘের পক্ষ থেকে অমিত শাহের কাছে আবেদন জানানো হয়, যেসব উদ্বাস্তু এবং শরণার্থীরা এখানে এসে বসবাস করছেন, তাঁদের যেন ভারতের নাগরিকত্ব প্রদান করা হয়।

এই দাবি জানানোর পর অমিত শাহ বলেন, হিন্দু উদ্বাস্তু এবং শরণার্থীদের নিঃশর্ত নাগরিকত্ব দেওয়ার জন্য সংসদে আনা হচ্ছে নাগরিকত্ব সংশোধনী বিল।