Friday, March 21, 2025
Latestরাজ্য​

‘পলাতক’ রাজীব কুমারের আগাম জামিনের আর্জি খারিজ করে দিল আলিপুর আদালত

কলকাতা: ফের বড়সড় ধাক্কা খেলেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। আগাম জামিনের আর্জি জানিয়ে আলিপুর আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। শনিবার তাঁর সেই আগাম জামিনের আবেদন খারিজ করে দিল আলিপুর আদালত। ফলে রাজীবকে গ্রেফতারে আর কোনও বাঁধা থাকল না সিবিআইয়ের।

শনিবার মামলার শুনানির সময় রাজীবের আগাম জামিনের আর্জির তীব্র বিরোধিতা করেন সিবিআইয়ের আইনজীবী। সিবিআইয়ের তরফে দাবি করা হয়, রাজীব কুমার পলাতক। তদন্তে সহযোগিতা করছেন না তিনি। এই পরিস্থিতিতে রাজীব কুমার আগাম জামিন পেলে তদন্ত প্রক্রিয়া ব্যহত হবে। দু’তরফের বক্তব্য শোনার পর রাজীব কুমারের আগাম জামিনের আবেদন খারিজ করে দেন বিচারক।

সিবিআইয়ের অভিযোগ, রাজীব কুমারকে খুঁজে বের করতে রাজ্য সরকার কোনও সাহায্য করছে না তাঁদেরকে। সিবিআইয়ের আইনজীবী অভিযোগ, রাজীব কুমার পলাতক। বার বার তাঁকে হাজিরা দিতে বললেও তাঁর খোঁজ মেলেনি।

রাজীব কুমারকে খুঁজতে হন্যে হয়ে কলকাতা ও সংলগ্ন এলাকাগুলিতে দফায় দফায় অভিযান চালাচ্ছে সিবিআই। শনিবারও ভবানি ভবনে সিআইডির অফিসে যান সিবিআই আধিকারিকরা। শুক্রবার রাজীব কুমারের স্ত্রীর সঙ্গেও কথা বলেন সিবিআই আধিকারিকরা। এছাড়াও তাঁর বাড়িতেও হানা দিয়েছিল সিবিআই। রাজীবকে গ্রেফতার করতে বিশেষ কন্ট্রোল রুমও চালু করা হয়েছে।