Monday, November 17, 2025
দেশ

নয়া অনলাইন গেম ফৌজি আনছেন অক্ষয় কুমার, আয়ের ২০ শতাংশ দেওয়া হবে ভারত কি বীর ট্রাস্টকে

নয়াদিল্লি: বুধবারই দেশে পাবজি-সহ ১১৮ টি চিনা ব্যান করেছে কেন্দ্রীয় সরকার। তার দু’দিনের মাথায় চমক দিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। নতুন মাল্টি প্লেয়ার অনলাইন গেম ফৌজি আনতে চলেছন তিনি। ইংরেজিতে ‘FAU-G’। যার পুরো অর্থ – ‘ফিয়ারলেস অ্যান্ড ইউনাইটেড-গার্ডস’।

বলিউড ‘খিলাড়ি’ অক্ষয় কুমার ঘোষণা দিয়েছেন, এই গেম থেকে যা আয় হবে, তার ২০ শতাংশ দান করা হবে ‘ভারত কি বীর ট্রাস্ট’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনকে। এই সংগঠনটি ভারতের বীর সেনানীদের শ্রদ্ধা ও তাঁদের পরিবারকে সহায়তা করে।

জানা গিয়েছে, বেঙ্গালুরুর একটি সংস্থা শীঘ্রই এই নতুন গেম প্রকাশ করতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘আত্মনির্ভর ভারত’ অভিযানকে সামনে রেখেই নতুন এই গেম আনছেন অক্ষয় কুমার।


টুইটে অক্ষয় কুমার বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভরতার আন্দোলনকে সমর্থন জানিয়ে মাল্টিপ্লেয়ার অ্যাকশন গেম- ফিয়ারলেস অ্যান্ড ইউনাইটেড-গার্ডস (FAU-G) আনতে চলেছি। বিনোদনের পাশাপাশি খেলোয়াড়রা এই গেম থেকে ভারতীয় সেনাবাহিনীর বলিদানের কথা জানতে পারবে এবং এই গেমের লভ্যাংশের ২০ শতাংশ অনুদান হিসাবে দেওয়া হবে ভারতকে বীর ট্রাস্টকে।

জানা গিয়েছে, অক্টোবরের শেষেই লঞ্চ হবে নতুন এই গেম। ভারতীয় সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা জানিয়েই তৈরি হচ্ছে ভারতীয় এই গেম। এই গেমের প্রথম লেভেলে থাকছে গালওয়ান উপত্যকার প্রেক্ষাপট। যেখানে গত জুনে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে ভারত-চিন সেনার। সংঘর্ষে শহিদ হন ২০ ভারতীয় সেনা জওয়ান।