Friday, June 20, 2025
Latestদেশ

আমাদের ভাবনা-নীতি এক, দিল্লির নির্বাচনে বিজেপিকে সমর্থন জানিয়ে বলল অকালি দল

নয়াদিল্লি: ‘ভুল বোঝাবুঝি’ মিটিয়ে ফের বিজেপিকে সমর্থন করল শিরোমণি অকালি দল। দিল্লির বিধানসভা নির্বাচনে এনডিএ শরিক হিসেবে অকালি দল বিজেপিকেই সমর্থন করবে। উল্লেখ্য, আগামী ৮ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা ভোট। গণনা হবে আগামী ১১ ফেব্রুয়ারি।

বুধবার অকালি দলের প্রধান সুখবীর সিং বাদল বলেন, আমার দলের সঙ্গে বিজেপির সমঝোতা শুধু রাজনৈতিক নয়। রাজনৈতিক সমঝোতার ঊর্ধ্বে আমাদের ভাবনা এক। দেশ ও পাঞ্জাবের উন্নয়নে আমাদের নীতি এক। আমরা শান্তির পক্ষে। আমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি ছিল, তবে সেটা মিটে গেছে।

এদিন সুখবীর সিং বাদল ও বিজেপি সভাপতি জেপি নাড্ডা একটি বৈঠকও করেন। সেই বৈঠকে জেপি নাড্ডা বলেন, বিজেপি আর অকালি দলের জোট খুব পুরনো এবং মজবুত। দিল্লির নির্বাচনে বিজেপিকে সমর্থন করায় অকালি দলকে ধন্যবাদ জানাচ্ছি।


গত ২০ জানুয়ারি অকালি দল জানিয়েছেন, মুসলিম উদ্বাস্তুদের সিএএ’র আওতার বাইরে রাখলে হবে না। যদিও এদিন উল্টো মত শোনা গিয়েছে অকালি প্রধানের কণ্ঠে।

সুখবীর সিং বাদল এদিন বলেন, আমরা বিজেপির সঙ্গে জোট কখনও ভাঙিনি। সিএএ-তে আমাদের সমর্থন আছে। বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের সংখ্যালঘুদের নাগরিকত্ব দিতে তাঁরা রাজনাথ সিং ও অমিত শাহের কাছে দরবার করে এসেছেন। ওরা ধর্মীয় অসহিষ্ণুতার কারণে ভিটে-মাটি ছাড়া।