ঘণ্টায় ৫,৫৫৫ কিমি বেগে লক্ষ্যে আঘাত হানল ভারতের অতি শক্তিশালী মিসাইল ‘অস্ত্র’
ভুবনেশ্বর: মঙ্গলবার সফল হল সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা। যার ফলে আরও একটা সাফল্য পেল ডিফেন্স রিসার্চ ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)। এদিন ওড়িশার উপকূল থেকে ভারতীয় বায়ুসেনা Sukhoi-30 MK বিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি সফল ভাবে টার্গেটকে ধ্বংস করতে পেরেছে।
বায়ুসেনার এক আধিকারিক জানিয়েছেন, সম্পর্ণ পরিকল্পনামাফিক ভাবেই হয়েছে সবকিছু। এই সাফল্যের জন্য ডিআরডিও-কে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
Air-to-Air missile Astra successfully flight tested from Su-30 MKIhttps://t.co/okTopB4TBv pic.twitter.com/Ep9xXaVfeG
— DRDO (@DRDO_India) September 17, 2019
প্রতি ঘণ্টায় গতিবেগ ৫,৫৫৫ কিলোমিটার। এটি ৭০ কিলোমিটারের মধ্যে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ১৫ কেজি বিস্ফোরক বহনে সক্ষম অস্ত্র। ফলে ভারতীয় বায়ুসেনা আরও শক্তিশালী হল নয়া অস্ত্রে।