বিরাট বড় সিদ্ধান্ত টাটার, প্রি-বুকিং ছাড়া এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে মিলবে না হালাল খাবার
কলকাতা ট্রিবিউন ডেস্ক: এবার থেকে হিন্দু এবং শিখদের হালাল খাবার পরিবেশন করবে না টাটার নিয়ন্ত্রণাধীন এয়ার ইন্ডিয়া। এবার থেকে হালাল খাবারের জন্য আগে থেকেই বুকিং করতে হবে। অর্থাৎ, এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে নন-হালাল খাবার পরিবেশন করা হবে। যেসমস্ত মুসলিম হালাল খাবার খেতে চান, তাদেরকে প্রি-বুকিং করতে হবে।
এ প্রসঙ্গে এয়ার ইন্ডিয়ার তরফে বলা হয়েছে, নতুন নিয়ম অনুযায়ী এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে এখন থেকে সকল ধর্মের যাত্রীদের জন্য নন-হালাল খাবারের ব্যবস্থা থাকবে। কেউ হালাল খাবার খেতে চাইলে তার জন্য আগে থেকে অর্ডার দিয়ে রাখতে হবে। সকল ধর্মের যাত্রীদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।