AIMIM-র টার্গেট বাংলার মুসলিম ভোট, তাতেই আশার আলো দেখছে বিজেপি
কলকাতা: সদ্য সমাপ্ত বিহারের বিধানসভা ভোটে সাফল্য পেয়েছে আসাউদ্দিন ওয়াইসির অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদ-দুল মুসলিমিন (AIMIM)। এবার এআইএমআইএম-র লক্ষ্য বাংলা। ছয় মাস পরেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। বাংলায় বিধানসভা ভোটে লড়ার ঘোষণা করেছে এআইএমআইএম। তারপরই হিসেব-নিকেশ করা শুরু করে দিয়েছে শাসক-বিরোধীরা।
বাংলায় বিধানসভা ভোটে প্রার্থী দিতে ব্লুপ্রিন্ট সাজাচ্ছে এআইএমআইএম। বিহারের মতই এনআরসি ও সিএএ বিরোধী প্রচারকে হাতিয়ার করে বাংলায় ঝাঁপাতে মরিয়া ওয়াইসির দল। আর এতেই চওড়া হাসি বিজেপি নেতৃত্বের মুখে।
গেরুয়া থিঙ্ক ট্যাঙ্ক মনে করছে, AIMIM প্রার্থী দিলে হিন্দু ভোটের একত্রিকরণ হবে, পাশাপাশি তৃণমূলের মুলসিম ভোট ব্যাংকে থাবা পড়বে।
বিহারের ভোট ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, ওয়াইসির এআইএমআইএম-এর সাফল্য এনডিএ-র লক্ষ্যে পৌঁছতে সহায়ক হয়েছে। তাতেই বিজেপির ‘বি টিম’ হিসাবে এআইএমআইএম-কে দেখছেন বিরোধী রাজনৈতিক দলগুলো।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গে মোট ২৯৪ আসনের মধ্যে ৭৫-৮০ আসনে নির্ণায়ক শক্তি হল মুসলিমরা। রাজ্যের মোট ভোটের ২৭ শতাংশ মুসলিম ভোট। মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরে প্রায় ৫০ শতাংশের বেশি মুসলিম ভোটার। এছাড়া বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, নদিয়াতেও মুসলিম ভোটারদের প্রভাব রয়েছে।
এই পরিস্থিতিতে এআইএমআইএম প্রার্থী দিলে তৃণমূলের মুসলিম ভোট ব্যাংকে থাবা পড়বে বলে মনে করছে গেরুয়া শিবির। আর তাতেই সুবিধে পাবে পদ্ম বাহিনী।


