মুসলিমদের বাদ দিয়ে অমুসলিমদের নাগরিকত্ব দেওয়ার পরিকল্পনা সংবিধান বিরোধী: ওয়াইসি
মুম্বাই: অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM) এর প্রধান তথা লোকসভার সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন, মুসলিমদের বাদ দিয়ে অমুসলিমদের নাগরিকত্ব দেওয়ার যে কথা বলা হচ্ছে তা আইন ও সংবিধান বিরোধী। শুক্রবার সন্ধ্যায় এক জনসভায় ভাষণ দেয়ার সময় তিনি এ কথা বলেন।
ওয়াইসি বলেন, বর্তমানে ক্ষমতায় রয়েছে বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছেন, মুসলিম বাদে সবাইকে নাগরিকত্ব দেওয়া হবে। কিন্তু এর উদ্দেশ্য কী? এটা কী ভারতীয় সংবিধানের ১৪ ধারা সমতার অধিকার বিরোধী নয়? এটা কী বৈষম্য নয়? এটা আমাদের সংবিধানের ১৫ ধারা বিরোধী, মৌলিক অধিকারবিরোধী।
ওয়াইসির প্রশ্ন, এর মাধ্যমে বিজেপি সরকার কী বার্তা দিতে চাচ্ছে? বিজেপি বলছে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা অমুসলিমরা যদি সেখানে নির্যাতনের শিকার হয় এখানেই তো তারা আসবেন। কিন্তু আমরা তাদেরকে জিজ্ঞেস করতে চাই এখানকার মুসলিমদের আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশের বিষয়ে কী করার আছে?
ওয়াইসি বলেন, আমাদের চিন্তা ভাবনায় কখনও পাকিস্তান নিয়ে ভাবি না। আফগানিস্তানকে নিজেদের অংশ বলে মনে করি না। বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক কী থাকতে পারে আপনারা বলুন। আপনারাই তো পাকিস্তানকে দু’ভাগে বিভক্ত করেছেন এবং বাংলাদেশ তৈরি করেছেন। কিন্তু আমাদের কেন এসব নিয়ে প্রশ্ন করা হচ্ছে? আমাদের উপরে কেন সন্দেহ করা হয়? ৭০ বছর হয়েছে দেশ স্বাধীন হয়েছে কিন্তু এদের চিন্তাভাবনা দেখুন। পাকিস্তানের সঙ্গে আমাদের কী সম্পর্ক থাকতে পারে আপনারা বলুন?
ওয়াইসি বলেন, এনআরসি কার্যকর করবেন? কেন আপনারা এনআরসি কার্যকর করবেন? অসমের সীমান্ত বাংলাদেশের সঙ্গে আছে। এনআরসির জন্য ৬ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। কিন্তু কী হল? অসমে পাহাড় খনন করে ইঁদুর পর্যন্ত বেরোয়নি! কেবল ১৯ লাখ লোকের নাম এনআরসি তালিকা থেকে বাদ পড়েছে। এনআরসি থেকে বাদ পড়া ১৯ লাখের মধ্যে বেশিরভাগ অমুসলিমদের।
লোকসভার সাংসদ ওয়াইসি বলেন, মনে রাখবেন- আপনারা যা করতে যাচ্ছেন এবং সেজন্য অসমে যদি ৬ হাজার কোটি টাকা খরচ হয় গোটা দেশে কমপক্ষে ৬০ থেকে ৭০ হাজার কোটি টাকা খরচ হবে। এই অর্থ গরীবদের জন্য ব্যবহার করুন। খাওয়ার জলের লাইনের সংযোগ দিন।