Tuesday, March 25, 2025
বিনোদন

ভারতে পাক শিল্পীদের নিষিদ্ধ করা হোক, প্রধানমন্ত্রীর কাছে আবেদন ভারতীয় সিনেমহলের

মুম্বাই: জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করেছে কেন্দ্রীয় সরকার। ৩৭০ ধারা বাতিলের পরে জম্মু-কাশ্মীর ও লাদাখ এখন দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল। ভারতের এই সিদ্ধান্তের প্রতিবাদে ভারতীয় ছবি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। বন্ধ হয়েছে ভারতীয় ছবির প্রদর্শন। এবার একই সিদ্ধান্ত নিতে চাইছে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA)।

পাকিস্তানের সমস্ত শিল্পীকে ভারতে নিষিদ্ধ করার আবেদনে তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছে। চিঠিতে তাঁরা বলছে, পাকিস্তান যেমন ভারতীয় ছবির প্রদর্শন বন্ধ করেছে তেমনই আমরাও আবেদন করছি, যাতে ভারতেও পাক শিল্পী, কূটনীতিকদের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করা হয়। সমস্ত রকমের ব্যবসা বাণিজ্য সম্পর্কিত যোগাযোগও ছিন্ন করারও আবেদন জানাচ্ছি।


ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, যতক্ষণ না ভারত সরকারের তরফে এই নিষেধাজ্ঞা কার্যকরী করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি ও সিনে ওয়ার্কার্সরা কাজ বন্ধ রাখবে।

প্রসঙ্গত, বলিউডের সঙ্গে সরাসরি যুক্ত পাক সঙ্গীতশিল্পী আতিফ আসলাম, রাহাত ফতে আলি খান, অভিনেতা মাহিরা খান, ফাওয়াদ খান, আলি জাফর আরো অনেকে।

জানা গিয়েছে, ৩৭০ ধারা বাতিলকে কেন্দ্র করে যে ভাষায় ভারতকে আক্রমণ করেছে আতিফ আসলাম, বীণা মালিকের মতো শিল্পীরা, তাতে স্তম্ভিত ভারতের সিনেমহল।