পাকিস্তানে বিয়েবাড়িতে গান গেয়ে ভারতে নিষিদ্ধ হলেন মিকা সিং
মুম্বাই: পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি জেনারেল পারভেজ মোশাররফের ঘনিষ্ঠ এক কোটিপতি ব্যবসায়ীর মেয়ের বিয়েতে গান গাওয়ার ‘অপরাধে’ জনপ্রিয় গায়ক মিকা সিংকে নিষিদ্ধ করল অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA)।
AICWA বিবৃতি দিয়ে জানিয়েছে, ফিল্ম প্রোডাকশন হাউস, মিউজিক কোম্পানি ও অনলাইন মিউজিক কনটেন্ট প্রোভাইডাররা মিকাকে বয়কট করছে। এছাড়াও মিকার বিরুদ্ধে নিঃশর্ত নিষেধাজ্ঞা জারি করে তাঁকে কোনো ছবিতে কাজ করা বা কোনো বিনোদন সংস্থার সঙ্গে চুক্তি সই করার পথও বন্ধ করে দিয়েছে অ্যাসোসিয়েশন।
বিবৃতিতে বলা হয়েছে, এআইসিডব্লুএ নিশ্চিত করতে চায় যে ভারতে কেউ মিকা সিংয়ের সঙ্গে কাজ করবেন না, এবং যদি করেন, তবে আদালতে আইনি পদক্ষেপের জন্য তৈরি থাকতে হবে। দুই দেশের মাঝে যখন অশান্তির আবহাওয়া তুঙ্গে, তখন রাষ্ট্রের সম্মানের চেয়ে টাকা বড় হলো মিকা সিংয়ের কাছে।
জনপ্রিয় এই পাঞ্জাবি গায়কের এহেন আচরণে রীতিমতো ক্ষুব্ধ তার ভারতীয় ভক্তরা। টুইটারে এক ফ্যান লেখেন, আপনার লজ্জা হওয়া উচিত, বিশ্বাসঘাতক। আরেক ফ্যানের কথায়, মিকা সিং পাজি (দাদা), আমরা ভারতীয়রা আপনাকে এত ভালোবেসেছি…আর এখন এই অবস্থায়, যখন পাকিস্তান আমাদের সঙ্গে সব ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করেছে, সীমার ওপার থেকে জঙ্গি পাঠাচ্ছে, আমাদের মধ্যে যখন এত টেনশন, কেন আপনি পাকিস্তানে গেলেন অনুষ্ঠান করতে? ভারতের চেয়ে ক’টা টাকা বড় হলো?
তবে শুধু ভারতে নয়, পাকিস্তানেও এ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। পাকিস্তানের বিরোধী নেতা সাঈদ খুরশিদ শাহ প্রতিবাদ করেছেন, ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের এই তিক্ত সময়ে মিকা সিংসহ আরো ১৪ জন পাকিস্তান আসার জন্য নিরাপত্তা ছাড়পত্র ও ভিসা পাওয়া বিস্ময়কর। জানা গিয়েছে, এই অনুষ্ঠানের জন্য দেড় লাখ মার্কিন ডলার, ভারতীয় রুপিতে যা ১ কোটির বেশি পারিশ্রমিক নিয়েছেন মিকা সিং।