অযোধ্যা মামলা রায়ের সময়ে শান্তি বজায় রাখার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘মন কি বাত’ অনুষ্ঠানে দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানানোর পাশাপাশি অযোধ্যা মামলা রায়ের সময়ে শান্তি বজায় রাখার আহ্বান জানালেন। রবিবার দীপাবলিতে প্রধানমন্ত্রী তাঁর এবারের অনুষ্ঠানে শুরু করেছেন নতুন প্রচার ‘ভারত কি লক্ষ্মী’। এখানে তিনি সেই সব মহিলাদের কথা বলেন, যাঁরা সমাজে পরিবর্তন এনেছেন।
প্রধানমন্ত্রী বলেন, অনেকেই ‘ভারত কি লক্ষ্মী’ প্রচার নিয়ে অনেক কাহিনী জানিয়েছেন। আপনাদের এগুলি পড়া উচিৎ এবং এর থেকে অনুপ্রেরণা গ্রহণ করা উচিৎ। আপনারাও এমন কিছু শেয়ার করুন। আমি এই লক্ষ্মীদের কাছে নত হই।
মোদী বলেন, তিনি মনে রাখবেন সেই দিনটা, যেদিন (২০১০ সালের সেপ্টেম্বর মাসে) হায়দরাবাদ হাইকোর্ট রাম জন্মভূমি নিয়ে রায় দিয়েছিল। রায়ের সময় বিভিন্ন গোষ্ঠী পরিস্থিতিকে নিজেদের ফায়দার জন্য ব্যবহার করার চেষ্টা চালিয়েছিল। কিন্তু, যখন রায় বের হল, বিভিন্ন সামাজিক গোষ্ঠী, সন্ত এবং বিভিন্ন ধর্মীয় নেতাদের থেকে শুরু করে সমগ্র ভারতবাসী। আদালতের সিদ্ধান্তকে সম্মান করেছিল সমগ্র ভারতবাসী এবং তাতে দেশের ঐক্যবদ্ধতা উঠে এসেছিল। প্রধানমন্ত্রী বলেন, ওই দিনটি ভবিষ্যতে দেশের একতার বিষয়টিকে আরও জোরদার করে তুলেছিল। প্রসঙ্গত বলে রাখি, আগামী মাসেই অযোধ্যা মামলার রায় ঘোষণা করতে চলেছে সুপ্রিম কোর্ট।
প্রসঙ্গত, ২০১০ সালের সেপ্টেম্বর মাসে এলাহাবাদ হাইকোর্ট অযোধ্যা মামলার রায়ে বিতর্কিত জমি তিন মামলাকারী সংগঠনের মধ্যে ভাগ করে দেয়। দুই-তৃতীয়াংশ জমির ভাগ পায় দুই হিন্দুত্ববাদী সংগঠন এবং এক-তৃতীয়াংশ পায় সুন্নি মুসলিম ওয়াকফ বোর্ড। তবে এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ফের মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। অযোধ্যা অযোধ্যায় জমি বিবাদ সংক্রান্ত মামলায় দৈনিক শুনানি শেষ করা হয়েছে গত ১৭ অক্টোবর। শীঘ্রই এ মামলায় রায় ঘোষণা করতে পারে বলে মনে করা হচ্ছে।