Monday, November 17, 2025
Latestদেশ

মুঘল মিউজিয়ামের নাম বদলে ছত্রপতি শিবাজি মিউজিয়াম করে দিল যোগী সরকার

লখনউ: মুঘলসরাই স্টেশন, প্রয়াগরাজ, এলাহাবাদ, লখনউ স্টেডিয়ামের পর এবার আগ্রায় মুঘল মিউজিয়ামের নাম বদলের ঘোষণা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ওই মিউজিয়ামের নাম বদলে মারাঠা বীর ছত্রপতি শিবাজি মহারাজ মিউজিয়াম রাখা হবে।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ টুইটে বলেছেন, আগ্রার মুঘল মিউজিয়ামটি ছত্রপতি শিবাজি মহারাজের নামে পরিচিত হবে। নাম বদলের ঘোষণা দিয়ে যোগী আদিত্যনাথ বলেন, মুঘলরা কি করে আমাদের নায়ক হতে পারে ? নয়া উত্তরপ্রদেশে গোলামি মানসিকতার প্রতীকের কোনও স্থান নেই।

মুখ্যমন্ত্রী বলেন, আমাদের সবার নায়ক শিবাজি মহারাজ। তাঁর কথায়, দেশের গর্বের বিষয়গুলিকেই প্রচার করা দরকার৷ ক্রীতদাস পরিস্থিতির ইতিহাসকে নয়। মুঘলরা আমাদের রোল মডেল হতে পারে না। জাতীয়তাবাদী ভাবাদর্শকে উত্‍সাহিত করতে হবে। ছত্রপতি শিবাজি মহারাজ আমাদের হিরো। জয় হিন্দ জয় ভারত।

উল্লেখ্য, গত তিন বছরে রাজ্যের একাধিক জায়গার নাম বদল করেছেন যোগী আদিত্যানাথ। এলাহাবাদের নাম বদলে প্রয়াগরাজ। এলাহাবাদ স্টেশনের নাম বদলে রাখা হয়েছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন। ফৈজাবাদের নাম বদলে অযোধ্যা রাখা হয়েছে।

রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের মতে, আসলে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ক্ষমতায় আসার পর থেকেই মুসলিম সংস্কৃতির সঙ্গে যুক্ত জায়গাগুলির গৈরিকিকরণ করে চলেছেন। আগ্রার মুঘল মিউজিয়ামের নাম বদল তারই অংশ মাত্র।