Thursday, December 12, 2024
দেশ

সমস্ত চিনা পণ্য বয়কটের জন্য কেন্দ্রকে বিশেষ পরামর্শ দিলেন নীতিন গড়করি

নয়াদিল্লি: গত ১৫ জুন পূর্বে লাদাখে চিনা সেনার আক্রমণে ২০ জন ভারতীয় সেনা জওয়ান শহিদ হয়েছেন। এই ঘটনার পর চিনা বয়কটের দাবি উঠেছে দেশের বিভিন্ন প্রান্তে৷ বহু চিনা সামগ্রী পোড়ানোও হয়েছে৷ চিনের সেনার হাতে শহিদ হওয়া ভারতীয় জওয়ানদের মৃত্যুর প্রতিশোধ নিতে সীমান্তে যেমন তৈরি বাহিনী, তেমনই চিনা পণ্য বয়কটের দাবি তুলছেন দেশের সাধারণ মানুষ৷ সেই পথে হাঁটতে প্রস্তুত হচ্ছে সরকারও।

কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী নীতিন গড়করিও চিনা পণ্য বয়কট করার দাবি জানিয়েছেন। তবে বাস্তবে এটা রূপ দেখানো কঠিন হবে বলে তিনি জানান। তবে ধীরে ধীরে ধাপে ধাপে কর বৃদ্ধির মাধ্যমে চিনা সামগ্রী থেকে সরে আসা সম্ভব বলে মনে করেছেন তিনি।

নীতিন গড়করি বলেন, তিনি চিনা পণ্য আমদানি করার বিরুদ্ধে। তবে যে সমস্ত চিনা পণ্য ভারতীয় বন্দরে এসে গিয়েছে বা বন্দরে আটকে রয়েছে সেগুলি ভারতের বাজারে ঢুকতে দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। এই মর্মে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে এবং রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে একটি চিঠিও লিখেছেন তিনি।

কেন্দ্রীয় এই মন্ত্রী বলেন, আমরা যদি ভারতীয় বন্দরে চিনা পণ্য আটকে দেই তবে এর দরুণ ক্ষতি কেবল ভারতীয় ব্যবসায়ীদেরই হবে। ফলে আমাদের যদি চিন থেকে পণ্য আমদানি আটকাতে হয় তবে আমদানি শুল্ক বাড়াতে হবে। আরও কিছু বিষয় রয়েছে যা ধীরে ধীরে আমরা লাগু করব। তাঁর মতে, পরিকল্পনামাফিক অংক কষে চিনা পণ্যের আমদানি কমাতে হবে। সেটা না করলে হিতে বিপরীত হতে পারে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভর ভারত গড়ার উদ্যোগ নিয়েছেন। বিশেষজ্ঞদের মতে, চিনা পণ্য আমদানি না করে দেশে উৎপাদন করলে আত্মনির্ভর ভারত সফল হবে৷ তবে কিভাবে চিনা পণ্য আমদানি আটকানো হবে তার রূপরেখাই তৈরি করছে কেন্দ্রীয় সরকার৷