Tuesday, March 25, 2025
দেশ

‘আমরা দু’জন, আমাদের ২৫ শিশু’, জনসংখ্যা নিয়ন্ত্রন নিয়ে মুসলিমদের নিশানা শিবসেনার

মুম্বাই: স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণে বলেছিলেন, ‘পরিবার পরিকল্পনাই  প্রকৃত দেশপ্রেম’ -এই নীতিকে সমর্থন জানাল শিবসেনা। বিজেপিকে সমর্থন জানানোর পাশাপাশি শিবসেনার অভিযোগ, মুসলিম সম্প্রদায়ের একটি অংশ ‘জনসংখ্যা রোধের গুরুত্ব বোঝে না।’

দলের মুখপত্র ‘সামনা’র সম্পাদকীয়তে শিবসেনা জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য প্রধানমন্ত্রীর নীতিকে সমর্থন করেছে। একটি নিবন্ধে, দলটি অভিযোগ করেছে যে এক অংশের ‘মৌলবাদী মুসলমানরা জনসংখ্যা বিস্ফোরণ সম্পর্কে উদ্বিগ্ন নয় এবং ‘হাম দো হামারে পঁচিশ’ (আমরা দু’জন, আমাদের ২৫ শিশু) এর মানসিকতা থেকে বেরিয়ে আসতে প্রস্তুত নন।

স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশে ৯২ মিনিটের ভাষণে মোদী বলেছিলেন, জনসংখ্যা বিস্ফোরণে আরও বৃহত্তর আলোচনা ও সচেতনতার প্রয়োজন। তিনি বলেছিলেন, জনসাধারণের একটি সজাগ অংশ রয়েছে যা একটি শিশুকে সংসারে আনার আগেই চিন্তা করেন, তাঁরা সন্তানের সঙ্গে ন্যায়বিচার করতে পারবেন কিনা বা সে তার বা সে যাশিশু যা চায় তার সবই দিতে পারবেন কিনা। তাঁরা শ্রদ্ধার যোগ্য। তাঁরা যা করছেন তা আসলে দেশপ্রেম। আসুন আমরা তাঁদের কাছ থেকে শিখি।

শিবসেনা নেতা সঞ্জয় রাউত এই ভাষণের সমর্থন জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী মোদীর অধীনে এনডিএ সরকার আমাদের দলের নীতিকে সমর্থন করছে। তিনি আরও যোগ করেন, শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরে সর্বদা জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রয়োজনের পক্ষে ছিলেন।

দলটির সম্পাদকীয়তে আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রী মোদী জনসংখ্যা বিস্ফোরণের বিষয়টি এবং এক-জাতি-এক-নির্বাচন ধারণাটি বাস্তবায়িত করবেন। কংগ্রেস নেতা পি চিদাম্বরমও মোদীর ভাষণের প্রশংসা করেন। টুইটার লেখেন, প্রধানমন্ত্রীর স্বাধীনতা দিবসে করা তিনটি ঘোষণাকে আমাদের সবারই স্বাগত জানাতে হবে। ছোট পরিবার গড়া একজন দেশপ্রেমিকের কর্তব্য, সম্পদ স্রষ্টাদের সম্মান করতে হবে এবংএকবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমানো।”