নিজের হাতে চা বানানোর পর এবার ‘গণতন্ত্র’ নিয়ে মমতার কবিতা
কলকাতা: দিন দুই আগে একটি গ্রামে গিয়ে দোকানে নিজের হাতে চা বানিয়ে সবাইকে খাইয়েছেন মমতা বন্দোপাধ্যায়। নিজেও খেয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছিলেন, এভাবেই ছোট ছোট আনন্দ জীবনকে সমৃদ্ধ করে। এবার তিনি কবিতা লিখলেন।
মুখ্যমন্ত্রীর কবিতার বিষয় বস্তু হচ্ছে ‘গণতন্ত্র’। আর নাম দিয়েছেন ‘ঠিকানা’। তাঁর কবিতায় উঠে এল যুদ্ধ, ঘৃণা, সন্ত্রাসের কথা। বিশ্বজোড়া সন্ত্রাসের আতঙ্ক উঠে এল মুখ্যমন্ত্রীর কলমে। মুখ্যমন্ত্রীর আশা পৃথিবীতে একদিন হানাহানি বন্ধ হবেই। আসবে নব সংস্কারের দিন।
— Mamata Banerjee (@MamataOfficial) August 23, 2019
মুখ্যমন্ত্রী টুইটারে কবিতাটি পোস্ট করেছেন। মুখ্যমন্ত্রী ভারতের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেস নেতা পি চিদাম্বরমকে গ্রেপ্তারের কথা উল্লেখ করে বলেন, চিদাম্বরমের গ্রেপ্তার প্রমাণ করছে দেশে গণতন্ত্রের অস্তিত্ব বিপন্ন। বিচারের বাণী নীরবে, নিভৃতে কাঁদছে।
মুখ্যমন্ত্রীর লেখা কবিতাটি:
গণতন্ত্রের ঠিকানা? চেনা যাচ্ছে না।
দেশের ইতিহাস বোঝা যাচ্ছে না।
সংবাদ জগত কথা বলছে না।
কাক কা কা ডাকছে না। চড়ুই পাখি ধান খাচ্ছে না।
বিচারের কুশল কলেবর?
অসম্মানের উঠেছে ঝড়! এ ঝড় কেন থামছে না?
অধিকারগুলো বস্তা ভর্তি-
প্রতিবাদকারীরাও কারাগারে বন্দি।
ফ্যাসিজম কাউকে মানে না।
পাচ্ছি না খুঁজে আমার ঠিকানা?
সবটাই জানা তবুও অজানা।
সীমার মাঝে নেই অসীম সীমানা
ভাল আছি
তবুও মনকে সান্ত্বনা।
মুখ্যমন্ত্রী অবশ্য এই প্রথম কবিতা লিখলেন না। গত মে মাসে লোকসভা নির্বাচনের পর ফলাফল নিয়ে ইংরেজি, হিন্দি আর বাংলায় কবিতা লিখেছিলেন। এছাড়া গতবছর অসমে নাগরিক বিল নিয়ে আন্দোলন চলার সময়েও বিলের বিরোধিতা করে তিনি তাঁর ফেসবুক পেজে কবিতা লেখেন।