Thursday, June 19, 2025
Latestদেশ

কখনও কোনও শহীদ জওয়ানের বাড়ি গিয়েছেন কি ? দীপিকাকে প্রশ্ন সেনা জওয়ানের

নয়াদিল্লি: রবিবার সন্ধ্যায় কয়েকজন মুখোশধারী হামলা চালায় জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ)। এই হামলায় আহত হন ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ-সহ অন্তত ৩৬ জন। হামলার অভিযোগ ওঠে এবিভিপির বিরুদ্ধে। এই ঘটনায় প্রতিবাদে উত্তাল গোটা দেশ। নির্যাতিত ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

আর এতেই দীপিকার ওপর বেজায় চটেছেন অনেকেই। সোশ্যাল মিডিয়ার তীব্র আক্রমণের মুুখে দীপিকা। মঙ্গলবার সন্ধ্যায় জেএনইউ-তে যান অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। জেএনইউয়ের পড়ুয়াদের পাশে দাঁড়ানোয় দীপিকা পাড়ুকোনের সমর্থনে টুইট করেন পাক সেনার মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর।

বামপন্থী ছাত্রদের সমর্থনে জেএনইউ-তে যাওয়ায় দীপিকার ওপর বেজায় চটেছেন হেড কনস্টেবল মনোজ ঠাকুর। দীপিকার জেএনইউ-তে যাওয়া নিয়ে আপত্তি জানিয়ে মনোজ ঠাকুর টুইটে লিখেছেন, টুকরে টুকরে গ্যাং তো শুধু মাথায় আঘাত পেয়েছে, কিন্তু পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলা পর আমাদের শহীদদের মাথাও ফিরে আসেনি। মনোজ ঠাকুর লিখেছেন, পুলওয়ামা হামলার পর ক’জন শহীদের বাড়ি গিয়েছিলেন দীপিকা পাড়ুকোন? সিনেমা জগতে অভিনয় মানায় কিন্তু রিয়েল লাইফে নয়।

উল্লেখ্য, ১০ জানুয়ারি মুক্তি পাচ্ছে দীপিকার ছবি ছপাক। এই সিনেমায় একটি অ্যাসিড আক্রান্ত মেয়ের ভূমিকায় অভিনয় করছেন দীপিকা। তবে আপজল গ্যাং এবং টুকরে টুকরে গ্যাংকে সমর্থন করায় দীপিকা পাড়ুকোনের সিনেমা বয়কটেরও ডাক দিয়েছে গেরুয়া সংগঠনগুলি।