অসমের পর এবার পশ্চিমবঙ্গ, মুম্বাই, দিল্লি ও তেলেঙ্গানায় এনআরসির দাবি বিজেপির
নয়াদিল্লি: শনিবার প্রকাশিত এনআরসির চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন ১৯ লাখ মানুষ। তা নিয়ে উদ্বেগের ছায়া নেমে এসেছে অসম জুড়ে। তার মধ্যেই এবার পশ্চিমবঙ্গ, মুম্বাই, দিল্লি এবং তেলঙ্গানায় এনআরসি চালুর দাবি তুললেন বিজেপির নেতারা।
শিবসেনা এনআরসি সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে তা মুম্বাইয়েও কার্যকরী করার কথা জানিয়েছেন। অসমের নাগরিকপঞ্জি নিয়ে খুশি হয়ে তিনি জানিয়েছেন, মুম্বাইতে এনআরসি জরুরি এখান থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দেওয়ার জন্য।
দিল্লির বিজেপি প্রধান মনোজ তিওয়ারি জানিয়েছেন,দিল্লির অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। অবৈধ অনুপ্রবেশকারী যারা ভারতে থাকছেন তাঁরা ভয়ঙ্কর। আমরাও এনআরসি চালু করার কথা ভাবছি।
তেলেঙ্গানার বিজেপি বিধায়ক রাজা সিংও এনআরসি চালুর দাবি জানিয়েছেন। তিনি বলেন, হায়দ্রাবাদ লোকসভা কেন্দ্রের মধ্যে বেশ কিছু জায়গায় প্রায় আট হাজার রোহিঙ্গা মুসলিম অবৈধভাবে বসবাস করছেন।
লোকসভা ভোটের প্রচারে পশ্চিমবঙ্গে এসে অমিত শাহ বলেছিলেন, বাংলায় এনআরসি করব। অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বার করে তাড়াব। ফের ভোটে জিতে স্বরাষ্ট্রমন্ত্রীর গদিতে বসে অমিত শাহ ঘোষণা দিয়েছেন, দেশের প্রতি ইঞ্চি জমি বিদেশি-মুক্ত করব।
পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সাফ জানিয়ে দিয়েছেন, তাঁরা রাজ্যে ক্ষমতায় এলে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠাবেন। তবে নাগরিকত্ব আইনে সংশোধন করে হিন্দু অনুপ্রবেশকারীদের শরণার্থী হিসেবে আশ্রয় দেওয়া হবে।