Saturday, June 21, 2025
Latestদেশ

৩৭০ ধারা বাতিল অখণ্ড ভারত তৈরির প্রথম পদক্ষেপ, পরবর্তী পদক্ষেপ PoK দখল করা: রাম মাধব

নয়াদিল্লি: কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করা হয়েছে অখণ্ড ভারতের স্বপ্নকে সফল করার জন্য। বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক রাম মাধব এমনটাই জানালেন। তিনি বলেন, সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করা ‘অখণ্ড ভারত’ এর উদ্দেশ্য পূরণের প্রথম পদক্ষেপ এবং এর পরবর্তী পদক্ষেপ হল পাক অধিকৃত কাশ্মীরকে ফিরিয়ে নেওয়া।

রাম মাধব বলেন, ৩৭০ ধারা বাতিল করা ‘অখণ্ড ভারত’ এর লক্ষ্যের দিকে এক পদক্ষেপ ছিল। বিজ্ঞান ভবনে ছাত্র সংসদের অনুষ্ঠানে উপস্থিত এক পড়ুয়া তখনঅখণ্ড ভারত স্বপ্ন কখন বাস্তবায়িত হবে তা জানতে চান। জবাবে রাম মাধব বলেন, এটি পর্যায়ক্রমে ঘটবে। প্রথম কথা হল জম্মু ও কাশ্মীর আগে ভারতের মূলধারার সাথে যুক্ত ছিল না। তবে ৩৭০ ধারা বাতিলের পর ভারতের সাথে সামগ্রিকভাবে সংযুক্ত হয়েছে।

রাম মাধব বলেন, আমাদের পরবর্তী লক্ষ্য হল পাক অধিকৃত কাশ্মীর ফেরত নেওয়া। তিনি বলেন, পাক অধিকৃত কাশ্মীরকে ভারতে ফিরিয়ে আনার প্রস্তাব ১৯৯৪ সালে সংসদে পেশ হয়েছিল।

প্রসঙ্গত, এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মু ও কাশ্মিরকে ‘জঙ্গি মুক্ত’ করার শপথ নিয়ে বলেছিলেন, দীর্ঘদিন ধরেই হিংসার পরিবেশ থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে কাশ্মীরের যুব সম্প্রদায় এবং সেখানকার মা ও বোনেরা। ৩৭০ ধারা বাতিল হওয়ার পর তারা এবার উন্নয়ন এবং চাকরি চান। উপত্যকাকে ‘নতুন ভূস্বর্গ’ তৈরির সমস্ত প্রচেষ্টা চালাচ্ছে কেন্দ্র।