Wednesday, April 23, 2025
দেশ

৩৫ বছর পর কাশ্মীরের রাস্তায় হিন্দুদের মিছিলে কৃষ্ণনাম, ভিডিও শেয়ার করলেন তথাগত রায়

শ্রীনগর: ৩৫ বছর পর কাশ্মীরের রাস্তায় মিছিল বের করলো হিন্দুরা। সেই মিছিলের ভিডিও শেয়ার করেছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। টুইটে তিনি লিখলেন, #মোদী ক্যান, মোদী উইল (মোদী পারে, মোদী করবে) অর্থাৎ, তিনি বোঝাতে চেয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপত্যকায় সাম্প্রদায়িক সম্প্রীত রক্ষায় সফল হয়েছেন। কাশ্মীরের হিন্দুরা নিজেদের অধিকার রক্ষায় সফল হয়েছেন।

উল্লেখ্য, গত ৩৫ বছরে জম্মু-কাশ্মীরে কোথাও হিন্দু্দের মিছিল বের হয়নি। ৩৫ বছরে প্রথমবার এমনটা হওয়ায় উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি তথাগত রায়। এদিনের মিছিলে দেব-দেবীর ছবি ও বিগ্রহ সঙ্গে নিয়ে বের হয়েছিলেন হিন্দু সম্প্রদায়ের মানুষেরা।


তথাগত রায়ের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, ঢোল-করতাল নিয়ে রাস্তায় হিন্দু সম্প্রদায়ের মানুষেরা। আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে ‘হরে রাম হরে কৃষ্ণ’ ধ্বনিতে।

তথাগত রায় টুইটে লিখেছেন, ৩৫ বছরে এই প্রথম কাশ্মীরের হিন্দুরা উপত্যকায় এমন মিছিল বের করতে পারলেন। মিছিল ঘিরে ছিল পুলিশের বিশাল বাহিনী। শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয় মিছিল। কোনওরকম অপ্রত্যাশিত ঘটনা ঘটেনি। মুসলিম অধ্যুষিত জম্মু-কাশ্মীরের ইতিহাসে রাস্তায় হিন্দুদের নাম সংকীর্তন বিরল ঘটনাই বটে।