‘কাশ্মীর ইস্যুতে আফ্রিদির বক্তব্যকে সকল পাকিস্তানিই সমর্থন করে’
মুম্বাই: এবার কাশ্মীর নিয়ে শাহিদ আফ্রিদির অবস্থান নিয়ে মুখ খুলল শিবসেনা। পাকিস্তানের প্রাক্তন এই অধিনায়কের কাশ্মীর প্রসঙ্গে করা মন্তব্যের পরিপ্রেক্ষিতে সম্পাদকীয় প্রকাশিত হয়েছে শিবসেনার মুখপাত্র সামনায়। সামনার সম্পাদকীয়তে বলা হয়েছে, শুধু মাত্র শাহিদ আফ্রিদিই নয়। পাকিস্তানের সকল মানবিক নাগরিকই এই মতের পক্ষেই রায় দেবেন। কারণ পাকিস্তানের কাশ্মীর সামাল দেওয়ার মত ক্ষমতা নেই।
এই প্রসঙ্গে যুক্তি হিসেবে সামনায় বলা হয়েছে, পাকিস্তানের আর্থিক এবং প্রশাসনিক অবস্থা অত্যন্ত নাজুক। সামনার বক্তব্য, আর্থিকভাবে পাকিস্তান অত্যন্ত দুর্বল। আর প্রশাসন দুর্নীতিতে নিমজ্জিত। যার কারণে সমগ্র দেশ জুড়ে মাথাচাড়া দিয়েছে সন্ত্রাসবাদ। এহেন অবস্থায় অতিরিক্ত একটা প্রদেশের আর বহন করা ইসলামাবাদের পক্ষে অসম্ভব। তবুও স্বাধীনতার পর ৭০ বছর ধরে ভারতের কাছে কাশ্মীর ভিক্ষা চাইছে পাকিস্তান।
Shahid Afridi’s remark on Kashmir endorsed by all sane Pakistanis: Shiv Senahttps://t.co/YiBTU7KfBx pic.twitter.com/wMjupeOJe0
— Hindustan Times (@htTweets) 16 November 2018
ব্রিটিশ পার্লামেন্টে সেখানকার শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আফ্রিদি বলেছেন, পাকিস্তানও কাশ্মীরকে পাওয়ার যোগ্যতা রাখেন না। দুই দেশের কারও কাশ্মীর পাওয়া উচিৎ নয়, ‘আমার মতে পাকিস্তান কাশ্মীর চায় না। ভারতকেও এটি দেবেন না। কাশ্মীরকে স্বাধীন হতে দিন। অন্তত মানবতা এতে বেঁচে থাকবে। পাকিস্তান কাশ্মীর চায় না। এরা তো এর চারটি প্রদেশই চালাতে পারে না। মানবতাই বড় ব্যাপার। সেখানে যারা মারা যাচ্ছে, খুবই বেদনাদায়ক। যে কোনো মৃত্যু, যে কোনও সম্প্রদায়ের হোক না কেন, এটি বেদনাদায়ক।
এর আগে গত এপ্রিলে কাশ্মীরে কয়েক দফায় সংঘর্ষের পর মন্তব্য করেছিলেন আফ্রিদি। তিনি বলেছিলেন, কাশ্মীরে আতঙ্কজনক ও উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এজন্য রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপ প্রয়োজন।