Monday, March 17, 2025
খেলা

বাংলাদেশকে হারিয়ে টি২০-তে বিশ্ব রেকর্ড করল আফগানিস্তান

ঢাকা: রবিবার বাংলাদেশকে ২৫ রানে হারিয়ে আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে নতুন বিশ্ব রেকর্ড তৈরি করল আফগানিস্তান। আফগানিস্তান আন্তর্জাতিক টি২০-তে টানা ১২টি ম্যাচ জিতল। মহম্মদ নবি ও মুজিব উর রহমান এই ম্যাচে দুরন্ত পারফর্ম করেন। এর আগে ২০১৭ সালে এই রেকর্ড করেছিল আফগানিস্তানই। টানা ১১টি ম্যাচ জিতেছিল তাঁরা।

এদিন মহম্মদ নবি চাপের মুখে ৫৪ বলে অপরাজিত ৮৪ রানের ইনিংস খেলেন। যার দাপটে আফগানিস্তান ছয় উইকেটে ১৬৪ রান করে। এর পর বল হাতে সফল অফস্পিনার মুজিব। কেরিয়ারের সেরা বোলিং করে তিনি ১৫ রান দিয়ে চার উইকেট তুলে নেন তিনি। যার দাপটে ১৩৯ রানেই গুটিয়ে যায় টাইগাররা।

প্রথম স্পেলেই বাংলাদেশের তিনজনকে ফিরিয়ে দেন মুজিব। যার ফলে ৩২-৪ হয়ে যায় বাংলাদেশ। মাহমুদুল্লাহ ও সাব্বির রহমান বাংলাদেশকে পঞ্চম উইকেটে ৫৮ রান এনে দেন। শেষ পর্যন্ত গুলবাদিন নাইব এই জুটি ভাঙেন। মাহমুদুল্লাহ ৩৯ বলে ৪৪ রান করে আউট হন। সাব্বির ফেরেন ২৪ রানে শেষ ওভারে। তাঁকে ফেরান মুজিব।

নাইব ২৭ রান দিয়ে দুটি উইকেট তুলে নেন। অধিনায়ক রশিদ খান ও ফরিদ মালিক একটি করে উইকেট নেন। নবি ম্যাচ সেরা হন। আসগর আফগান ৩৭ বলে ৪০ রান করেন। এই জয়ের পর নবি বলেন, এটা দলগত সাফল্য। পাওয়ার প্লেতে বাংলাদেশ খুব ভালো বল করেছে। যেটা আমাদের উপর চাপ সৃষ্টি করেছিল। আমি আর আসগর পরিকল্পনা করে খেলছিলাম এবং শেষ পাঁচ ওভারে সেই পরিকল্পনা কাজে লেগেছে।