Tuesday, June 24, 2025
Latestরাজ্য​

বাংলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক, জারি করা হোক রাষ্ট্রপতি শাসন: অধীর

নয়াদিল্লি: পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারির পক্ষেই সওয়াল করলেন লোকসভার কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। বিজেপি-আরএসএসের সুরে সুর মিলিয়ে অধীরের অভিযোগ, পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত খারাপ হয়ে গেছে। যদি কেন্দ্রীয় সরকার চায়, তবে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে তাঁরা।

পাশাপাশি, অধীর চৌধুরীর অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পর সারদা-তদন্তে থমকে গিয়েছে। অধীরবাবুর প্রশ্ন, তাহলে কি বাংলার মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর মধ্যে কোনও চুক্তি হয়েছে?


বৃহস্পতিবার মুর্শিদাবাদের বাড়ির ভিতরে ঢুকে এক স্কুল শিক্ষক, তাঁর গর্ভবতী স্ত্রী এবং সন্তানকে নির্মমভাবে কুপিয়ে হত্যার জন্য তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করে আরএসএস। এরপরই রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি তোলে আরএসএস। আরএসএস জানায়, পশ্চিমবঙ্গে কোনও আইন শৃঙ্খলা নেই। তারা বিরোধীদের সঙ্গে দমন-পীড়ন, ভাঙচুর, লুটপাট, ধর্ষণ আর হত্যাকাণ্ডের রাজনীতি চালাচ্ছে।

আরএসএসের এক নেতা বলেন, ২০২১ বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ তৃণমূলকে উপযুক্ত জবাব দেবে। আরএসএসের রাজ্য সম্পাদক জিষ্ণু বসুর মতে, তাঁদের কর্মী সংগঠনের সঙ্গে যুক্ত নেতাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। তাঁর পরিবারকেও নির্মমভাবে শেষ করে দেওয়া হয়েছে।

বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র বলেন, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের এই ঘটনা আমার বিবেককে নাড়া দিয়েছে। আরএসএস কর্মী বন্ধুপ্রকাশ পাল, তাঁর আট মাসের গর্ভবতী স্ত্রী এবং তাঁর ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে উদার পন্থীদের কাছ থেকে একটি শব্দও পাওয়া গেল না। ৫৯ জন উদারপন্থীরা একটি চিঠিও লিখলেন না মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই ধরণের ঘটনা আমাকে ভীষণ ভাবে ব্যথিত করেছে।