Sunday, June 22, 2025
Latestবিনোদন

মেসেজে স্বস্তিকাকে কুপ্রস্তাব, ব্যক্তির পরিচয় ফাঁস করে যোগ্য জবাব দিলেন স্বস্তিকা

কলকাতা: স্বস্তিকা মানেই যেন হয়ে দাঁড়িয়েছে, ‘বিতর্ক থেকে স্বস্তি নেই’। টলিউডের জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তিনি যাই করুন না কেন চলে আসেন আলোচনায়। অনেকে হয়তো ভাবেন তাঁকে যা খুশি তাই বলা যায়, অভিনেত্রী তো এড়িয়ে যাবেন। কিন্তু ঠিক-ভুল প্রকাশ্যে বলা নিয়ে তিনি আজও যে অকপট সেকথা বহুজনের অজানা। তা সে নিজের কাজের জায়গা হোক কিংবা সোশ্যাল মিডিয়া। কুপ্রস্তাব তো দূরের কথা, বাজে কমেন্ট করলেও রেহাই দেননা কাউকে, প্রতিবাদ করেন।

এবার স্বস্তিকাকে মেসেঞ্জারে দেওয়া এক ব্যক্তির কুপ্রস্তাব ভাইরাল হয়েছে ইন্টারনেটে। কুপ্রস্তাবটি সামনে আসে যখন অভিনেত্রী নিজেই সেটি সবার জ্ঞাতার্থে ফেসবুকে পোস্ট করেন। এটি ফেসবুকে পোস্ট করে স্বস্তিকার যুক্তি, প্রতিটা মেয়ের নিজের অসম্মানের জবাব দেওয়া দরকার।

কুপ্রস্তাবকারী ওই ব্যক্তির নাম সুদীপ দত্ত। তার সেই আপত্তিকর প্রস্তাব স্ক্রিনশট নিয়ে নিজের টাইমলাইনে পোস্ট করেন অভিনেত্রী। সঙ্গে সঙ্গেই সেটি ভাইরাল হয়ে যায়। এরপরই প্রতিবাদের ঝড় ওঠে। কেউ কেউ তো ওই ব্যক্তির পরিচিতদের খুঁজে বার করে তার কীর্তিকলাপ বলেও দেন।

ক্যাপশনে স্বস্তিকা লেখেন, মেয়েদের সবসময় বিচার করা হয়, আর সে যদি অভিনেত্রী হয় তাহলে তো কথাই নেই। কিন্ত পুরুষদের বিচার করবে কে? তবে এবারই প্রথমবার নয়, এর আগেও বহুবার এমনভাবে প্রতিবাদ করেছেন স্বস্তিকা।