বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী অঞ্জু ঘোষ
কলকাতা: বিজেপিতে যোগ দিলেন জনপ্রিয় অভিনেত্রী অঞ্জু ঘোষ। বুধবার সন্ধ্যায় কলকাতার সেন্ট্রাল রোডের বিজেপির রাজ্য সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আনুষ্ঠানিক ভাবে তাঁকে বিজেপিতে বরণ করে নেন।
দিলীপ ঘোষ বলেন, বুহদিন ধরেই অঞ্জু দিদি আমাদের পার্টিতে যোগ দিতে চাইছিলেন। কিন্তু দেবেন কি দেবেন না সেটা নিয়ে প্রশ্ন ছিল। তবে সেই প্রশ্নের অবসান হয়েছে আজ। তিনি বিজেপির সদস্য হিসাবে আজ নাম লেখালেন। তাকে পেয়ে আমরা সত্যিই ধন্য।
West Bengal: Bangladeshi Actress Anju Ghosh joined BJP in presence of state party president Dilip Ghosh in Kolkata, earlier today. When she was asked about her present citizenship, she denied to speak. pic.twitter.com/QfH3TaLP8b
— ANI (@ANI) June 5, 2019
প্রসঙ্গত, অঞ্জু ঘোষ জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক। ১৯৮৯ সালে বাংলাদেশে মুক্তি পেয়েছিল তাঁর ছবি ‘বেদের মেয়ে জোৎস্না’। ওই ছবিটি ব্যাপক সাফল্য পায় ওপার বাংলায়। ১৯৯১ সালে এপারে ‘বেদের মেয়ে জোৎস্না’র রিমেক মুক্তি পায়। ওই ছবিতেও মূল ভূমিকায় অঞ্জু ঘোষ। তবে রিমেকে নায়ক হন চিরঞ্জিৎ। তারপর থেকে পশ্চিমবঙ্গে থেকে যান অঞ্জু ঘোষ। বাংলাতে থাকলেও অঞ্জুর নাগরিকত্ব নিয়ে উঠেছে প্রশ্ন।
যদিও ৬৩ বছর বয়সী অঞ্জু ঘোষের দাবি, ভারতীয় নাগরিককে বিয়ে করেছেন তিনি। বিবাহসূত্রে ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন।