বিজেপির শরিক দলে যোগ দিচ্ছেন সঞ্জয় দত্ত
মুম্বাই: ফের রাজনীতির ময়দানে পা রাখতে চলেছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। আগামী ২৫ সেপ্টেম্বর আরএসপিতে যোদ দিতে চলেছেন সঞ্জয়, এমনটই দাবি করেছেন মহারাষ্ট্রের মন্ত্রী মহাদেব জনকর।
সঞ্জয় দত্তের রাজনীতির ময়দানে ‘কামব্যাক’ প্রসঙ্গে মহারাষ্ট্রের মন্ত্রী মহাদেব জনকর বলেছেন, ফিল্ম দুনিয়ায় দলের সংগঠন বাড়ানোর কাজ শুরু করেছি আমরা। তারই অংশ হিসেবে আগামী ২৫ সেপ্টেম্বর আরএসপিতে যোগ দেবেন সঞ্জয় দত্ত। প্রসঙ্গত, মহারাষ্ট্রে বিজেপির শরিক আরএসপি। ২০১৪ সালে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের সময় থেকে এনডিএ শরিক আরএসপি।
উল্লেখ্য, এর আগে ২০০৯ সালে লখনউ থেকে সমাজবাদী পার্টির টিকিটে ভোটে দাঁড়িয়েছিলেন সঞ্জয় দত্ত। তবে পরে অস্ত্র আইনে দোষী সাব্যস্ত হওয়ার জেরে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন সঞ্জয়। পরবর্তীক্ষেত্রে সপার সাধারণ সম্পাদক করা হয়েছিল তাঁকে। কিন্তু পরে ইস্তফা দিয়ে দল ছাড়েন সঞ্জয় দত্ত। ২০১৯ লোকসভা নির্বাচনেও সঞ্জয়ের প্রার্থী হওয়া নিয়ে জল্পনা ছড়িয়েছিল।
সঞ্জয় দত্তের বাবা অভিনেতা সুনীল দত্তও রাজনীতির দুনিয়ায় পা রেখেছিলেন। ৫ বার কংগ্রেসের হয়ে উত্তর-পশ্চিম মুম্বাই কেন্দ্র থেকে প্রতিনিধিত্ব করেছেন সুনীল দত্ত। ২০০৪ সালে প্রথম ইউপিএ সরকারে ক্রীড়া মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সুনীল দত্ত। সঞ্জয় দত্তের বোন প্রিয়া দত্ত মুম্বাইয়ে কংগ্রেসের প্রাক্তন সাংসদ ছিলেন।