Tuesday, March 25, 2025
Latestরাজ্য​

RSS সদর দফতরে মিঠুন চক্রবর্তী, এবার কি বিজেপিতে? জোর জল্পনা

নাগপুর: বেশ কিছুদিন খবরের বাইরে থাকার পর ফের শিরোনামে অভিনেতা মিঠুন চক্রবর্তী। বৃহস্পতিবার সকালে মিঠুন চক্রবর্তী হাজির হলেন নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর সদর দফতরে। ফলে জল্পনা শুরু হয়েছে। মিঠুন কি এবার বিজেপিতে যোগ দিচ্ছেন? আরএসএসের প্রতিষ্ঠাতা কেবি হেগড়েওয়ারের সমাধিস্থলে শ্রদ্ধা জানান মিঠুন। তারপর কথা বলেন আরএসএসের নেতাদের সঙ্গে।

বাম আমলে তত্‍কালীন মন্ত্রী তথা সিপিএম নেতা সুভাষ চক্রবর্তীর ‘কাছের লোক’ হিসাবেই পরিচিত ছিলেন মিঠুন। রাজ্যে তৃণমূল ক্ষমতার আসার খানিক আগে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হয়েছিল মিঠুনের। পরে ২০১৪ সালে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসাবে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন। তবে রাজ্যসভার সমস্ত অধিবেশন মিলিয়ে তাঁর উপস্থিতি ছিল মাত্র তিন দিন। সাংসদের মেয়াদ শেষ হয়ে যাওয়ার আগেই ২০১৬ সালের ডিসেম্বরে রাজ্যসভার পদ থেকে ইস্তফা দিয়েছিলেন মিঠুন।

স্বাস্থ্যের কারণ দেখিয়ে মিঠুন রাজ্যসভা থেকে পদত্যাগ করেছিলেন। পদত্যাগের পিছনে মূল কারণ ছিল সারদা কাণ্ডে নাম জড়িয়ে যাওয়া। সারদা চিটফান্ডের তদন্তে তাঁর নাম জড়িয়ে পড়েছিল। তাঁকে দুবার ইডি জেরাও করেছিল। পরে সারদার চ্যানেল থেকে পাওয়া পারিশ্রমিক ফিরিয়ে দেন তিনি।

এরপরই রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন মিঠুন। পরবর্তী সময়ে অভিনয় জগতেও তাঁকে খুব একটা দেখা যায়নি। বেশ কয়েকদিন আগে অসুস্থতার কারণে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।