২৬ নভেম্বর দীর্ঘদিনের বান্ধবী মধুরিমাকে বিয়ে করছেন অনির্বাণ ভট্টাচার্য
কলকাতা: যাবতীয় জল্পনা, গুঞ্জন উড়িয়ে আগামী ২৬ নভেম্বর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। পাত্রী তাঁর দীর্ঘ দিনের বান্ধবী মধুরিমা গোস্বামী (Madhurima Goswami)।
জানা গিয়েছে, বিয়ের আয়োজন হবে একদম ছিমছাম। কোনওরকম সানাই কিংবা সাত পাক ঘুরে মন্ত্রোচ্চারণ নয়। মনে-প্রাণে কমিউনিজমে বিশ্বাসী অভিনেতার বিয়েতে গান-গল্প, খানাপিনার আসর বসবে।

দীর্ঘদিনের বান্ধবী মধুরিমা পড়াশোনা করেছেন থিয়েটার নিয়ে। অনির্বাণও থিয়েটার নিয়ে পড়াশোনা করেছেন। নাটকের সূত্র ধরেই মধুরিমার সঙ্গে আলাপ হয় অনির্বাণের।
অনির্বাণ-মধুরিমা একসঙ্গে বেশ কিছু নাট্য-প্রযোজনায়ও করেছেন। অনির্বাণের মতোই মধুরিমার বেড়ে ওঠা একেবারে সাংস্কৃতিক আবহে। তাঁর বাবা পদ্মশ্রীখ্যাত মূকাভিনয় শিল্পী নিরঞ্জন গোস্বামী।

২৬ নভেম্বর, বৃহস্পতিবার সল্টলেকে ন্যাশনাল মাইম ইনস্টিটিউটে ছোট্ট এবং ঘরোয়া আয়োজনের মাধ্যমে অনির্বাণ-মধুরিমা বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে চলেছেন।


