একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের ক্ষমতায় আসবে মোদী সরকার, জানাল ৪টি সমীক্ষা
নয়াদিল্লি: বৃহস্পতিবার, ১১ এপ্রিল থেকে শুরু হতে চলেছে প্রথম দফার নির্বাচন। ভোটগ্রহণের আগে একাধিক মিডিয়া হাউসের ওপিনিয়ন পোল দেখলে এটা অনেকটাই স্পষ্ট যে আরও একবার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেন্দ্রের ক্ষমতায় ফিরছে বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) সরকার। আরও ৪টি জনমত সমীক্ষায় মিলল আভাস। ওপিনিয়ন পোল অনুযায়ী ৫৪৩ আসনের মধ্যে বিজেপি জয়ী হতে চলেছে ২৭৩টি আসনে।
পোল অফ দ্য পোলের অনুযায়ী ইউনাইটেড ফ্রন্ট ও কংগ্রেসের ন্যায় যোজনার নির্বাচনে সেরকম কোনও প্রভাব পড়বে না। গত লোকসভা নির্বাচনে এনডিএ ৩৩৬টি আসনে জয়ী হয়েছিল।
সি-ভোটারের পোল অনুযায়ী, এনডিএ ২৬৭টি আসনে জয়ী হতে চলেছে। ইউপিএ ১৪২ আসন পেতে পারে। বাকিরা পাবেন ১৩৪টি আসন ৷ ইন্ডিয়া টিভি ও সিএনএক্সের পোল অনুযায়ী, এনডিএ জয় লাভ করবে ২৭৫টি আসনে, ইউপিএ ১৪৭টি আসন।
এজেন্সির নাম NDA UPA অন্যান্য
C-Voter 267 142 134
Times Now-VMR 279 149 115
IndiaTV-CNX 275 147 121
CSDS-লোকনীতি 263-283 (273), 115-135(125), 130-160 (145)