বাংলার মেয়েদের আত্মরক্ষার জন্য ‘মিশন সাহসী’ এবিভিপি-র
কলকাতা: দেশের অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও বেড়ে চলেছে ধর্ষণের ঘটনা। প্রতিদিনই সংবাদমাধ্যমে এমন খবর জায়গা করে নেয়। এক বছরের শিশু থেকে সত্তরোর্ধ্ব বৃদ্ধা, কামরিপুর বিকৃত প্রকাশ কাউকেই রেহাই দিচ্ছে না। তাই এবার বাংলার স্কুল-কলেজ পড়ুয়া মেয়েরা যাতে আত্মরক্ষা করতে পারে তার জন্য ‘‘মিশন সাহসী’’ নামের এক উদ্যোগ নিয়েছে আরএসএস মনোভাবাপন্ন ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।
ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন স্কুল-কলেজে ওই কর্মসূচি শুরু হয়েছে বলে তারা জানাচ্ছে। চলছে ক্যারাটে, জুডোর প্রশিক্ষণ। ওই কর্মসূচির নাম দেওয়া হয়েছে, ‘মিশন সাহসী’। জেলায় জেলায় এই মর্মে প্রচারও শুরু করেছে সঙ্ঘের ভাবাদর্শে চলা এবিভিপি। মহিলাদের আত্মরক্ষার কৌশল জানা কেন ও কতটা প্রয়োজন, কলেজে কলেজে এবিভিপি সেই প্রচার করছে।
কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং ঝাড়গ্রামের বেশ কয়েকটি স্কুল-কলেজের ছাত্রীদের আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া এ মাসের গোড়াতেই শুরু হয়ে গিয়েছে বলে জানিয়েছে এবিভিপি। তাদের হিসেবে, ইতিমধ্যে রাজ্যে ৮০০-র বেশি ছাত্রী এই প্রশিক্ষণ নিচ্ছেন।
রাজ্য এবিভিপির সহসম্পাদিকা পায়েল ধর বলেন, আজ মেয়েরা রাস্তাঘাটে সুরক্ষিত নই। কিন্তু আমরা চাইলে নিজেরাই নিজেদের রক্ষা করতে পারি। ধরুন আমরা চুল সাজানোর জন্য ক্লিপ কিংবা কাঁটা ব্যবহার করি। কিংবা আমরা যারা পড়াশোনা করি তাদের কাছে কলম থাকেই। আবার ধরুন আজকের দিনে মোবাইল ফোনও হাতে থাকে আমাদের। এই জিনিসগুলোকে ব্যবহার করেই মেয়েরা কিভাবে আত্মরক্ষা করতে পারে সেটাই শেখানো হচ্ছে ‘মিশন সাহসী’র মাধ্যমে।
কয়েক বছর ধরে রাজ্যের মহিলাদের নিরাপত্তার দাবিতে প্রচার চালাচ্ছে বিজেপি। বিজেপির মহিলা মোর্চাও বিভিন্ন কর্মসূচি নিয়েছে। বিজেপি ও আরএসএস নেতাদের মতে, এই বছর পঞ্চায়েত নির্বাচনেও দেখা গিয়েছে, পুরুষদের তুলনায় বেশি আক্রান্ত মহিলা রাজনৈতিক কর্মীরা। এবিভিপি-র এক শীর্ষ নেতার কথায়, বাংলায় মহিলারা অনেক বেশি সংখ্যায় বিভিন্ন ক্ষেত্রে আক্রান্ত হচ্ছেন।