Monday, March 17, 2025
দেশ

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের নির্বাচনে চারটি আসনেই এগিয়ে এবিভিপি

নয়াদিল্লি: দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের নির্বাচনের ভোট গণনা চলছে। নির্বাচনে ১৬ জন প্রার্থী চারটি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই চারটি পদ হল সভাপতি, সহ সভাপতি, সম্পাদক ও যুগ্ম সম্পাদক। শেষ খবর অনুযায়ী, চারটি আসনেই এগিয়ে রয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর ছাত্র সংগঠন এবিভিপি প্রার্থীরা। সভাপতির পদে এবিভিপির হয়ে প্রার্থী অক্ষিত দাহিয়া। সহ সভাপতির পদে দাঁড়িয়েছেন প্রদীপ তনওয়ার। সম্পাদক পদে লড়ছেন যোগিত রাথি এবং ও যুগ্ম সম্পাদক পদে লড়ছেন শিবাঙ্গি খেরওয়াল।

কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআইয়ের হয়ে সভাপতির পদে লড়ছেন চেতনা ত্যাগী। সহ সভাপতি, সম্পাদক ও যুগ্ম সম্পাদকের পদে লড়ছেন অঙ্গিত ভারতী, আশিস লাম্বা ও অভিষেক চাপরানা। ১.৩ লাখ পড়ুয়ার মধ্যে প্রায় ৪০ শতাংশ  নির্বাচনে ভোট দিয়েছেন।


শেষ খবর অনুযায়ী, চেতনা ত্যাগী অক্ষিত দাহিয়ার থেকে ১৫০০ ভোটে পিছিয়ে রয়েছেন। গতবার এই পদে এবিভিপি প্রার্থী ২০ হাজার ভোটে জয়লাভ করেন। বাকি তিনটি পদেও এবিভিপি প্রার্থীরাই এগিয়ে রয়েছেন। এদিন সকাল সাড়ে আটটা থেকে ভোট  গণনা শুরুর কথা ছিল। কিন্তু সকাল ১০.৩০ নাগাদ গণনা শুরু হয়। এক আধিকারিক জানিয়েছেন, প্রার্থীরা গণনা কেন্দ্রে দেরিতে পৌঁছনোর কারণেই গণনা শুরু হতে দেরি হয়।