Monday, June 16, 2025
কলকাতা

মৃত আইএস প্রধান বাগদাদির বোনকে আটক করল তুর্কি সেনা

দামেস্ক: মার্কিন অভিযানে সম্প্রতি খতম করা হয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু বকর আল-বাগদাদিকে। এবার বাগদাদির বোনকে আটক করা হয়েছে। উত্তর সিরিয়ায় এক সেনা অভিযানে বাগদাদির বোন রাসমিয়া আওয়াদকে (৬৫) আটক করা হয়েছে। সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আজাজ থেকে রাসমিয়াকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি, ধৃত বাগদাদির বোনের স্বামী ও পুত্রবধূকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আওয়াদকে যখন ধরা হয়, তখন তার পাঁচ সন্তান তার সঙ্গে ছিল বলে জানা গেছে। তুরস্ক সেনার এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, আইএস-এর অভ্যন্তরে কী ভাবে কাজ চলে, তা বাগদাদির বোনকে জিজ্ঞাসাবাদ করলে বিস্তারিত জানা যাবে বলে আমরা আশা করছি।

তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বাগদাদির বোনকে গ্রেফতারের ঘটনাকে সন্ত্রাসীদের বিরুদ্ধে দেশটির লড়াইয়ের সাফল্যের আরেক উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। বিবিসির খবরে বল হয়েছে, বাগদাদির ৫ ভাই ও কয়েক বোন আছে। কিন্তু তারা আদেও বেঁচে আছেন কিনা তা নিশ্চত না।

প্রসঙ্গত, গত ২৬ অক্টোবর মার্কিন সেনা বাহিনীর এক বিশেষ অভিযানে কোনঠাসা হয়ে পড়ে আত্মঘাতি হন আইএস প্রধান আবু বকর আল-বাগদাদি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথায়, উত্তর-পশ্চিম সিরিয়ায় মার্কিন বাহিনীর বিশেষ অভিযানে কুকুর ও কাপুরুষের মতো মৃত্যু হয়েছে বাগদাদির।