সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ভারতের ঐক্য, ৩৭০ ধারা বাতিল ইস্যুতে সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র
নয়াদিল্লি: সংবিধানের ৩৭০ ধারা বাতিলের বিরুদ্ধে ১৪৪টি আবেদন জমা পড়েছে সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন ৫ সদস্যের বেঞ্চে সেই মামলাগুলির শুনানি চলেছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টকে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, জম্মু ও কাশ্মীরের সার্বভৌমত্ব ক্ষণস্থায়ী। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ভারতের ঐক্য।
কেন্দ্রীয় সরকারের তরফে অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল বলেন, ১৯৫৯ সালে বিচারপতি প্রেমনাথ কাউলের দেওয়া রায়ে স্পষ্ট বলা হয়েছিল, ২৫/১০/১৯৪৭ তারিখে ভারতের সঙ্গে যোগ দেওয়ার জন্য একটি চুক্তি সই করেন কাশ্মীরের মহারাজা হরি সিং। সেই চুক্তির জেরে ওই ভূখণ্ড ভারতের স্বাধীন অঙ্গরাজ্য হিসেবে চিহ্নিত হয়।
কে কে বেণুগোপাল বলেন, ভারতীয় রাজ্যসমূহের একীকরণ সম্পর্কিত এই বিবরণে দেশের ঐক্যের সাক্ষ্য রয়েছে। দেখাতে চাই জম্মু ও কাশ্মীরের সার্বভৌমত্ব অবশ্যই ক্ষণস্থায়ী ছিল। আমরা একটি বহু রাজ্যের সমষ্টি। তিনি অভিযোগ করেন, কাশ্মীরে তাণ্ডব তৈরি করতে সন্ত্রাসবাদীদের নিয়মিত প্রশিক্ষণ দেয় পাকিস্তান।
অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল আরও বলেন, পাকিস্তানের সঙ্গে মহারাজের যে স্থিতাবস্থার চুক্তি হয়েছিল, পরবর্তীকালে তা লঙ্ঘন করে পাকিস্তান। কাশ্মীর দখল করতে ট্রাকবোঝাই যুদ্ধবাজদের কাশ্মীর দখল করতে পাঠায় পাকিস্তান। তাঁর রাজ্যে উপস্থিত সন্ত্রাসবাদীদের রুখতে ভারতে সাহায্য চান মহারাজা। ২৫/১০/১৯৪৭ তারিখে ভারতের সঙ্গে যোগ দিতে একটি চুক্তি সই করেন হরি সিং।