Saturday, June 21, 2025
Latestদেশ

৩৭০ ধারা বাতিল ঐতিহাসিক পদক্ষেপ: সেনাপ্রধান

নয়াদিল্লি: প্রতি বছর ১৫ জানুয়ারি দেশজুড়ে পালিত হয় সেনা দিবস। এদিনই প্রথম সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেন ভারতীয় জেনারেল কেএম কারিয়াপ্পা। ১৯৪৯ সালের ১৫ জানুয়ারি জেনারেল কেএম কারিয়াপ্পা ভারতের শেষ ব্রিটিশ কম্যান্ডার জেনারেল স্যার ফ্রান্সিস বাউচারকে সরিয়ে ভারতীয় সেনা বাহিনীর কম্যান্ডার-ইন-চিফ পদের দায়িত্ব নেন।

বুধবার সেনা দিবসে দেশের নয়া সেনাপ্রধান এমএম নারাভানে বললেন, জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের পদক্ষেপ ঐতিহাসিক। সেনাপ্রধান বলেন, এই পদক্ষেপ কাশ্মীরকে মূল স্রোতে ফিরিয়ে আনতে সাহায্য করেছে।

গত বছরের ৫ আগস্ট সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা তুলে নিয়ে  দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার।

এ প্রসঙ্গে সংবাদ সংস্থা পিটিআই জেনারেল নারাভানে বলেন, ৩৭০ ধারা বাতিলের মতো ঐতিহাসিক পদক্ষেপের ফলে আমাদের পাকিস্তানের সঙ্গে ছায়াযুদ্ধ থামানো গেছে। এই পদক্ষেপের ফলে জম্মু ও কাশ্মীরকে দেশের মূলধারায় ফিরিয়ে আনতে সাহায্য করবে।


সেনাপ্রধান বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের সেনাবাহিনী জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে। সন্ত্রাসবাদ মদত দাতাদের মোকাবিলা করার জন্যে আমাদের কাছে অনেকগুলি বিকল্প পথ খোলা রয়েছে। প্রয়োজনে আমরা সেগুলি ব্যবহার করতে দ্বিধাবোধ করব না।