বিজেপি ৩৫এ বিলোপ করলে ভারত থেকে কাশ্মীরকে আলাদা করে দেব, হুমকি ফারুকের
শ্রীনগর: বিজেপির নির্বাচনী ইস্তেহারে সংবিধানের ৩৭০ এবং ৩৫-এ ধারা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। বিজেপির ইস্তেহারে বলা হয়েছে, জম্মু ও কাশ্মীরের জন্য সংবিধানের ৩৭০ এবং ৩৫-এ অনুচ্ছেদও বাতিল করবে তাদের সরকার। পাশাপাশি, কাশ্মীরি পণ্ডিতদের প্রত্যর্পণে ব্যবস্থা করা হবে।
বিজেপির এই নির্বাচনী ইস্তেহারের তীব্র সমালোচনা করলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আবদুল্লা। পরবর্তীকালে যদি এই ইস্তেহার প্রয়োগ করা হয়, তা হলে ফল ভুগতে হবে বলে হুঁশিয়ারি দেন আবদুল্লা।
#WATCH F Abdullah: Bahar se laenge, basaenge,hum sote rahenge?Hum iska muqabala karenge,370 ko kaise khatam karoge?Allah ki kasam kehta hun,Allah ko yahi manzoor hoga,hum inse azad ho jayen.Karen hum bhi dekhte hain.Dekhta hun phir kon inka jhanda khada karne ke liye taiyar hoga. pic.twitter.com/hrxoh9ECOY
— ANI (@ANI) 8 April 2019
ফারুক আবদুল্লা বলেন, বাইরে থেকে আসবেন, বসবাস করবেন, আর আমরা ঘুমিয়ে থাকব? আমার এর বিরুদ্ধে লড়ব। ৩৭০ কে কিভাবে বন্ধ করবে? আল্লার নামে শপথ করে বলছি, তিনও এটাই চাইবেন, আমরা এঁদের থেকে কাশ্মীরকে স্বাধীন হয়ে যাই। .. দেখব তারপর কে এঁদের পতাকা এখানে উত্তোলন করতে আসে!