মহারাষ্ট্রে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের ক্ষমতায় ফিরছে এনডিএ, বলছে সমীক্ষা
মুম্বাই: ২১ অক্টোবর বিধানসভা নির্বাচন মহারাষ্ট্রে। তার আগে এবিপি নিউজ ও সি ভোটারের প্রাক নির্বাচনী সমীক্ষা অনুযায়ী, বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটই ফের ক্ষমতায় ফিরতে চলেছে মহারাষ্ট্রে। সমীক্ষায় বলা হয়েছে, জোটসঙ্গী শিবসেনাকে নিয়ে তাঁরা এবার ২০০-র কাছাকাছি আসন পেতে পারে।
এবিপি নিউজ-সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, মহারাষ্ট্র বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের ক্ষমতায় ফিরছে এনডিএ। বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেলেও ২৮৮ আসনবিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভায় বিজেপি ২০০-রও বেশি আসন পেরোতে পারবে না। অন্যদিকে, কংগ্রেস ও এনসিপি জোট সবমিলিয়ে ৮৬টি আসন পেতে পারে। অন্যান্য ছোট দল মাত্র ৮টি আসন পেতে পারে।
এবিপি নিউজ-সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, বিজেপি জোট পেতে পারে ৪৭ শতাংশ ভোট। অন্যদিকে, কংগ্রেস-এনসিপি জোট পেতে পারে ৩৯ শতাংশ ভোট। অন্যান্যরা পেতে পারে ১৪ শতাংশ ভোট।
প্রসঙ্গত, ২০১৪ সালে ২৮৮ আসনবিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভা ভোটে বিজেপি পেয়েছিল ১২২টি আসন এবং শিবসেনা পেয়েছিল ৬৩টি আসন। তবে, সেবার জোট করেনি বিজেপি-শিবসেনা। পৃথকভাবে লড়াই করেছিল দু’দল। কংগ্রেস ও এনসিপিও পৃথকভাবে নির্বাচনে লড়েছিল। কংগ্রেস পেয়েছিল ৪২টি আসন আর এনসিপি পেয়েছিল ৪১টি আসন।