আত্মঘাতী হলেন ‘তারক মেহতা কা উল্টা চশমা’র লেখক অভিষেক মাকওয়ানা
মুম্বাই: আত্মহত্যা করলেন জনপ্রিয় কমেডি সিরিয়াল তারক মেহতা কা উলটা চশমার (Taarak Mehta Ka Ooltah Chashmah) লেখক অভিষেক মাকওয়ানা (Abhishek Makwana)। তাঁর পরিবারের দাবি, সাইবার প্রতারণা ও ব্ল্যাকমেলের শিকার হয়েই আত্মঘাতী হয়েছেন অভিষেক।
পরিবারের দাবি, দীর্ঘদিন ধরেই ফোনে হুমকি দেওয়া হচ্ছিল অভিষেককে। লোন দ্রুত শোধ করতে না পারলে অভিষেককে খুন করা হবে, এমন হুমকি ফোন আসছিল। সে কারণেই নাকি, গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন অভিষেক।
গত ২৭ নভেম্বর মুম্বাইয়ের ফ্ল্যাটে অভিষেকের দেহ উদ্ধার হয়। সুইসাইড নোটে আর্থিক সঙ্কটের উল্লেখ করেন তিনি। তাঁর ভাই জেনিস জানিয়েছেন, অভিষেকের মৃত্যুর পরই তিনি আর্থিক সমস্যার কথা জানতে পারেন। তাঁকে ফোনে হুমকি দেওয়া হচ্ছিল। ফোন বাংলাদেশ, মায়ানমার ও ভারতের বিভিন্ন রাজ্যে রেজিস্টার্ড নম্বর থেকে আসছিল বলে তিনি জানান।
জেনিস জানান, ভাইয়ের ইমেল ঘেঁটে তিনি দেখেন, অভিষেক প্রথমে একটা ইজি লোনস অ্যাপ থেকে ছোট অঙ্কের একটা ঋণ নেন। যাদের সুদের হার অত্যন্ত চড়া। এরপর অভিষেক আর ঋণের আবেদন না করলেও তারা ছোট ছোট অঙ্কে টাকা পাঠাতেই থাকে। সংস্থাটির সুদের হার ৩০ শতাংশ।
চারকোপ থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে। মুম্বাই পুলিশ ইতিমধ্যেই অভিষেকের ব্যাঙ্কের তথ্য ও কল ডাটা রেকর্ড চেয়ে পাঠিয়েছে।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

