Tuesday, March 25, 2025
দেশ

ফের MiG-21 ওড়ালেন অভিনন্দন বর্তমান, সঙ্গী বায়ুসেনা প্রধান, দেখুন ভিডিও

পাঠানকোট: শেষবারের মতো যুদ্ধ বিমানে সওয়ার বায়ুসেনা প্রধান বি এস ধানোয়া। আর তাঁর সঙ্গী উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। বালাকোট এয়ারস্টাইকের প্রায় মাস ছয়েক পর সোমবার ফের ককপিটে বসলেন অভিনন্দন। প্রায় আধ ঘন্টা আকাশে ছিলেন তাঁরা।

মঙ্গলবার অবসর গ্রহণ করবেন বি এস ধানোয়া। তাই পেশাদার জীবনের শেষ সফরে অত্যন্ত খু্শি এবং আবেগপ্রবণ বায়ু সেনা প্রধান। তিনি বলেন, উইং কমান্ডার অভিনন্দন বর্তমান ফের মিগ-২১-এর চালকের আসনে। প্রতিটি চালকই এই সুযোগের জন্য মুখিয়ে থাকেন। তাই আমার কাছে এই সফর অত্যন্ত খুশির।

বালাকোট এয়ারস্ট্রাইকের পর অভিনন্দন মিগ-২১ বিমান নিয়ে পাক যুদ্ধ বিমান এফ-১৬কে তাড়া করেছিলেন। একাই পাকিস্তানি যুদ্ধ বিমান গুলি মেরে মাটিতে নামিয়েছিলেন অভিনন্দন। এই লড়াই করতে গিয়ে নিজে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন। কূটনৈতিক যুদ্ধে জিতে পাকিস্তানের থেকে অভিনন্দনকে ছিনিয়ে আনে ভারত। দেশে ফিরে ‘বীরচক্র’ সম্মান পেয়েছেন তিনি।


বায়ুসেনা প্রধান বি এস ধানোয়া জানান, ১৯৮৮ সালে আমাকেও বেশ কয়েক মাসের জন্য যুদ্ধ বিমান চালানো থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। প্রায় ৯ মাস পর আমি সুযোগ পাই আবার ককপিটে বসার। কিন্তু, বর্তমান সুযোগ পেয়েছে মাত্র ৬ মাসেই।

বিএস ধানোয়া বলেন, আমার সঙ্গে অভিনন্দন বর্তমানের দু’টি মিল রয়েছে। তা হল, যুদ্ধবিমান চালনা থেকে বাদ যাওয়া ও পাকিস্তানের সঙ্গে লড়াই করা। আমি কার্গিল যুদ্ধে লড়াই করেছি। আর অভিনন্দন বর্তমান লড়েছে বালাকোটের পর।

প্রসঙ্গত, অভিনন্দন বর্তমানের বাবাও বায়ু সেনায় কর্মরত ছিলেন। বাহিনীর একটি স্কোয়াড্রনের দায়িত্বে ছিলেন তিনি। ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধে তাঁর সঙ্গেই কাজ করেছেন বায়ু সেনার বর্তমান প্রধান বিএস ধানোয়া। প্রাক্তন সহকর্মীর ছেলের সঙ্গে শেষবারের মতো যুদ্ধ বিমানে সওয়ার হওয়া সব সময়ই আনন্দের বলে জানান তিনি।