Monday, March 17, 2025
Latestআন্তর্জাতিক

‘আবকি বার ট্রাম্প সরকার’, মার্কিন প্রেসিডেন্ট ‘বন্ধু’ ট্রাম্পকে নিয়ে বার্তা মোদীর

হিউস্টন: আবকি কি বার ট্রাম্প সরকার! রবিবার হিউস্টনে হাউডি মোদী অনুষ্ঠানে অনাবাসী ভারতীয়দের উদ্দেশ্যে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাউডি মোদী ইভেন্টের মঞ্চে ট্রাম্পকে নিয়ে মোদী আসতেই গোটা স্টেডিয়াম ফেটে পড়ে জয়ধ্বনিতে। শুরু হয় দু’দেশের জাতীয় সংগীত। এরপর ট্রাম্পকে পাশে নিয়ে বক্তৃতা শুরু করেন নরেন্দ্র মোদী। গোটা স্টেডিয়াম জুড়ে তখন মোদী, মোদী জয়ধ্বনি। প্রসঙ্গত, ২০২০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি নির্বাচন।

ডোনাল্ড ট্রাম্পের ভূয়সী প্রশংসা করে মোদী বলেন, উভয় দেশই একসাথে এগিয়ে যাবে। মোদী বলেন, ট্রাম্পের সঙ্গে প্রথমবার দেখা করেছিলাম যখন উনি বলেছিলেন, আমেরিকার সত্যিকারের বন্ধু ভারত। ওঁনার এখানে উপস্থিতিই সেটাই প্রমাণ করছে। গত কয়েক বছর ধরে আমাদের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে।

মোদীর সাথে সুর মিলিয়ে ট্রাম্পও বলেন, আমেরিকার থেকে ভারতের ভালো বন্ধু আর কেউ নেই। আমার জমানায় দু’দেশের সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। মোদী বলেন, হিউস্টন থেকে হায়দরাবাদ, বোস্টন থেকে বেঙ্গালুরু, শিকাগো থেকে সিমলা, লস অ্যাঞ্জেলস থেকে লুধিয়ানা, নিউ জার্সি থেকে নয়াদিল্লি পর্যন্ত সম্পর্কের কেন্দ্রবিন্দুতে মানুষ কয়েকশো মিলিয়ন তাঁদের টিভিতে আটকানো রয়েছেন। বিভিন্ন টাইম জোনে বিশ্বজুড়ে কয়েক মিলিয়ন আজ আমাদের সাথে রয়েছে, তাঁরা ইতিহাসের সাক্ষী রয়েছে।


মোদী উচ্চস্বরে চিৎকার করে জানান, বন্ধু ডোনাল্ড ট্রাম্প আপনি আমাকে আপনার পরিবারের সাথে ২০১৭ সালে পরিচয় করিয়ে দিয়েছিলেন এবং আজ আমার পরিবারে আপনাকে পরিচয় করিয়ে দেওয়ার সম্মান আমার আছে। বিশ্বজুড়ে এক বিলিয়নেরও বেশি ভারতীয় এবং ভারতীয় ঐতিহ্যের মানুষ আমি আপনাকে আমার বন্ধু, ভারতের বন্ধু, মহান আমেরিকান রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের কাছে উপস্থাপন করছি। দেশের জন্য উনি অনেক কাজ করছেন। আমেরিকাই ওনার অগ্রাধিকার। তাই বলছি, আবকি বার ট্রাম্প সরকার।