অক্সফোর্ডের বিচারে বছরের সেরা হিন্দি শব্দ ‘আত্মনির্ভরতা’
নয়াদিল্লি: অক্সফোর্ডের বিচারে ২০২০ সালের সেরা হিন্দি শব্দের (Word Of The Year For Hindi In 2020) তকমা পেল ‘আত্মনির্ভরতা’ (Aatmanirbharta)৷ করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যতবারই জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন, ততবারই তিনি আত্মনির্ভরতা বা আত্মনির্ভর ভারত গড়ার বার্তা দিয়েছেন৷ বছরের হিন্দি শব্দ হিসাবে সেটাকেই মান্যতা দিল অক্সফোর্ড।
অক্সফোর্ডের ভাষা বিশেষজ্ঞদের প্যানেলে ছিলেন কীর্তি আগরওয়াল, পুনম সিং সহায় ও ইমোজেন ফক্সওয়েল৷ তাঁরাই বছরের সেরা হিন্দি শব্দ হিসাবে ‘আত্মনির্ভরতা’কে বেছে নিয়েছেন৷ অক্সফোর্ড মনে করছে, আত্মনির্ভরতার মধ্যে দীর্ঘমেয়াদি সাংস্কৃতিক তাৎপর্য রয়েছে৷
অক্সফোর্ড ল্যাঙ্গুয়েজেসের তরফে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে অর্থনৈতিক, সামাজিক ভাবে আত্মনির্ভর হওয়ার ডাক দিয়েছিলেন। প্রতিটি দেশবাসীকে স্বাবলম্বী হয়ে ওঠার আহ্বান জানিয়েছিলেন। শব্দটি আমজনতার কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।
অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের ম্যানেজিং ডিরেক্টর শিবারামাকৃষ্ণান ভেক্টটেশ্বরন বলছেন, আত্মনির্ভরতা শব্দটি করোনাকালীন বছরে দেশবাসীর মধ্যে এক অভূতপূর্ণ শক্তি তৈরি করেছে এবং করোনা কালে অর্থনীতির পুনরুজ্জীবনের পথ দেখিয়েছে৷ এই শব্দের মধ্যেই বহু মানুষ বেঁচে থাকার মন্ত্র খুঁজে পেয়েছেন৷
আত্মনির্ভর বা স্বনির্ভর ভারত অভিযানের অন্যতম সাফল্য হলো দেশীয় প্রযুক্তিতে তৈরি করোনা টিকার বৃহৎ আকারে উৎপাদন। যা বর্তমানে গোটা বিশ্বের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। এবারের প্রজাতন্ত্র দিবসে প্যারেডেও আত্মনির্ভর ভারতের প্রচার করা হয় দিল্লির রাজপথে৷
উল্লেখ্য, এর আগে ২০২৭ সালে অক্সফোর্ডের বিচারে বছরের সেরা হিন্দি শব্দ নির্বাচিত হয়েছিল আধার (Aadhaar), ২০১৮ সালে নারীশক্তি (Nari Shakti) ও ২০১৯ সালে সংবিধান (Samvidhaan)৷

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

