Tuesday, November 18, 2025
বিনোদন

তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে দেখা করে তুমুল বিতর্কে আমির খান, উঠল ‘লাল সিং চাড্ডা’ বয়কটের ডাক

নয়াদিল্লি: দীর্ঘদিন ধরেই তুরস্ক সাথে কূটনৈতিক টানাপোড়ন চলছে ভারতের। জম্মু-কাশ্মীরের ৩৭০ ধারা বাতিলের পর থেকে ভারতের সমালোচনায় সবর হয় তুরস্ক। এই আবহেই রবিবার তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোয়ানের সঙ্গে দেখা করেন আমির খান। টুইটারে আমিরের সঙ্গে সাক্ষাতের তিনটি ছবিও জুড়ে দিয়েছেন এমিনি এরদোয়ান, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এরপরেই আমির খানের তীব্র সমালোচনা করেছেন নেটিজেনরা।

এমিনে তাঁর সঙ্গে আমিরের তিনটি ছবি টুইট করে ক্যাপশনে লেখেন, বিশ্ববিখ্যাত ভারতীয় অভিনেতা, পরিচালক, চলচ্চিত্র নির্মাতা আমির খানের সঙ্গে ইস্তানবুলে সাক্ষাতের সুযোগ হয়েছিল। আমি খুব খুশি। তিনি তাঁর সাম্প্রতিক সিনেমা লাল সিং চাড্ডার শেষপর্বের শুটিং করবেন তুরস্কের বিভিন্ন জায়গায়।

এমিনে ও আমিরের সাক্ষাৎকারের খবর সামনে আসতেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। বিজেপি সাংসদ সুব্রমণিয়ম স্বামী টুইটে বলেছেন, আমির খানকে আমি থ্রি খান মাস্কেটিয়ার্সের অন্যতম বলেছিলাম। আমার কথা যে ঠিক তা প্রমাণ হলো।

বিজেপি নেতা কপিল মিশ্র বলেছেন, মাই নেম ইজ খান এবং আমি খলিফা শাসনে বিশ্বাসী: আমির খান। পাশাপাশি, আমির খানের সিনেমা ও বিজ্ঞাপন বয়কটের ডাক উঠেছে। বিজেপি নেতা সুরেশ নাখুয়া টুইটে বলেছেন, আমির খান কোন কোন ব্র্যান্ডের বিজ্ঞাপন করেছেন তা কি কারও জানা আছে? থাকলে জানান।