Thursday, September 19, 2024
দেশ

শিশুদের স্কুলে ভর্তিতে বাধ্যতামূলক নয় আধার কার্ড: ওড়িশা স্কুল ও গণশিক্ষা বিভাগ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: অভিভাবকদের স্বস্তি দিয়ে ওড়িশা স্কুল এবং গণশিক্ষা বিভাগ মঙ্গলবার জানিয়েছে, স্কুলে ভর্তির জন্য শিশুদের আধার কার্ড বাধ্যতামূলক নয়। কিছু প্রধান শিক্ষক বিভিন্ন শ্রেণীতে শিশুদের ভর্তির জন্য আধার কার্ড জমা দেওয়ার জন্য অভিভাবকদের জোর দিচ্ছেন বলে অভিযোগ ওঠে। এরপরেই এই নির্দেশিকা জারি করলো ওড়িশা স্কুল ও গণশিক্ষা বিভাগ।

একটি চিঠিতে, ওড়িশার স্কুল ও গণশিক্ষা বিভাগের সচিব অবস্থি এস সমস্ত জেলা শিক্ষা অফিসারকে (ডিইও) ছাত্রদের সুষ্ঠুভাবে ভর্তির জন্য সমস্ত প্রধান শিক্ষকদের সাথে যোগাযোগ করতে বলেছেন। চিঠিতে বলা হয়েছে, এই নির্দেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।