Tuesday, November 18, 2025
দেশ

জনপ্রিয়তায় সমস্ত রাজনীতিকদের পিছনে ফেলে ফের শীর্ষে প্রধানমন্ত্রী

নয়াদিল্লি: সেই প্রথম থেকেই সোশ্যাল মিডিয়াতে ব্যাপক সক্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফেসবুক, টুইটার, ইনেস্টাগ্রামে তাঁর জনপ্রিয়তা গগনচুম্বী। এবার ২০২০ সালের শেষের দিকে এসে ফের নয়া রেকর্ড গড়লেন নমো। করোনার প্রথম দিককার সময় প্রধানমন্ত্রীর করা একটি সোশ্যাল মিডিয়াতে টুইট ঝড় তুলেছে।

মোদীর করা একটি টুইট এক লাখ ১৯ হাজারেরও বেশিবার রিটুইট হয়েছে। এই রিটুইট এই বছরে ভারতে সর্বোচ্চ স্থান দখল করেছে। এই রেকর্ড এখনও পর্যন্ত ভারতীয় রাজনীতিতে প্রথম। এই রেকর্ডের ধারে কাছে নেই কোনও ভারতীয় রাজনীতিক। ওই টুইট পোস্টটি লাইক করেছেন ৫ লাখ ১৩ হাজার জন। কমেন্ট করেছেন ৫৮ হাজার ৩০০ মানুষ। টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, মোদীর টুইটই সবচেয়ে বেশিবার রিটুইট হয়েছে।

অতিমারি করোনা মোকাবিলায় বিশ্ববাসীর মন জয় করে নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা যোদ্ধাদের সম্মান জানাতে গত ৫ এপ্রিল রাত ৯ টায় ৯ মিনিট নিজের বাড়িতে প্রদীপ বা মোমবাতি জ্বালানোর বলেছিলেন প্রধানমন্ত্রী। তাঁর ডাকে ব্যাপক সাড়া‌ পড়েছিল। সেলিব্রেটি থেকে শুরু করে সাধারণ নাগরিক সেদিন নিজের বাসভবনে প্রদীপ জ্বালিয়েছিল। এমনকি, বিরোধী দলের নেতা-মন্ত্রীরাও সেদিন বাসভবনে প্রদীপ জ্বালানোর ছবি পোস্ট করেন

প্রধানমন্ত্রী প্রদীপ জ্বালানোর ছবি টুইট করে লেখেন শুভ করোতি কল্যাণম আরোগ্য, ধনসম্পদ, শত্রুবুদ্ধি বিনাশয়, দীপজ্যোতি নমস্তুতে।

অন্যদিকে, সবচেয়ে বেশি টুইট করা বিশ্বের দশ ব্যক্তির তালিকায় এক নম্বরের রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই তালিকার সাত নম্বরে রয়েছেন। এই তালিকায় একমাত্র মহিলা হিসেবে জায়গা করে নিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।